দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো

দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো।
দ্বিপদ নামকরণের নিয়মকানুন তৈরি করেছেন International code of Botanical Nomenclature (ICBN) এবং International Code of Zoological Nomenclature (ICZN)। এদের সুপারিশ অনুযায়ী সর্বজনগৃহীত দ্বিপদ নামকরণের নিয়মগুলি হল-

• দ্বিপদ নামকরণে প্রতিটি জীবের নামে দুটি পদ থাকবে। এক্ষেত্রে প্রথম নামটি হবে গণ নাম (Generic name) ও দ্বিতীয়টি হবে প্রজাতি নাম (Specific epithet)। যেমন- Panthera leo (সিংহের বিজ্ঞানসম্মত নাম)

• বিজ্ঞানসম্মত নাম (দ্বিপদ নাম) সবসময়ই ল্যাটিন ভাষায় লিখতে হবে। ছাপা হরফে লিখলে বাঁকা অক্ষরে (Italics) এবং হাতে লিখলে সবসময়ই দুটি নামের নীচে আলাদা আলাদা ভাবে (_________) দিতে হবে।

• গণনামের প্রথম অক্ষর বড়ো হরফে এবং প্রজাতি নাম ছোটো হরফে লিখতে হবে। যেমন- Homo sapiens

• বিজ্ঞানসম্মত নামের শেষে আবিষ্কারক বিজ্ঞানীর নাম দিতে হবে। যেমন- Mangifera indica Linn

• যদি একটি জীবের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নাম দিয়ে থাকেন তাহলে সমস্ত নিয়মকানুন মেনে যিনি প্রথম নামকরণ করেছেন তাঁর দেওয়া নামটি গৃহীত হবে। একে অগ্রাধিকার আইন বা Law of priority বলে।

• কোনো প্রজাতির উপপ্রজাতি থাকলে তা ত্রিপদ নামকরণের অন্তর্ভুক্ত হবে।

• কোনো উদ্ভিদের নামকরণ 1 মে 1753 সালের আগে এবং কোনো প্রাণীর নামকরণ 1 আগস্ট 1758 সালের আগে হলে তা গ্রহণযোগ্য হবে না।

Leave a Comment