দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো। |
• দ্বিপদ নামকরণে প্রতিটি জীবের নামে দুটি পদ থাকবে। এক্ষেত্রে প্রথম নামটি হবে গণ নাম (Generic name) ও দ্বিতীয়টি হবে প্রজাতি নাম (Specific epithet)। যেমন- Panthera leo (সিংহের বিজ্ঞানসম্মত নাম)
• বিজ্ঞানসম্মত নাম (দ্বিপদ নাম) সবসময়ই ল্যাটিন ভাষায় লিখতে হবে। ছাপা হরফে লিখলে বাঁকা অক্ষরে (Italics) এবং হাতে লিখলে সবসময়ই দুটি নামের নীচে আলাদা আলাদা ভাবে (_________) দিতে হবে।
• গণনামের প্রথম অক্ষর বড়ো হরফে এবং প্রজাতি নাম ছোটো হরফে লিখতে হবে। যেমন- Homo sapiens
• বিজ্ঞানসম্মত নামের শেষে আবিষ্কারক বিজ্ঞানীর নাম দিতে হবে। যেমন- Mangifera indica Linn
• যদি একটি জীবের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নাম দিয়ে থাকেন তাহলে সমস্ত নিয়মকানুন মেনে যিনি প্রথম নামকরণ করেছেন তাঁর দেওয়া নামটি গৃহীত হবে। একে অগ্রাধিকার আইন বা Law of priority বলে।
• কোনো প্রজাতির উপপ্রজাতি থাকলে তা ত্রিপদ নামকরণের অন্তর্ভুক্ত হবে।
• কোনো উদ্ভিদের নামকরণ 1 মে 1753 সালের আগে এবং কোনো প্রাণীর নামকরণ 1 আগস্ট 1758 সালের আগে হলে তা গ্রহণযোগ্য হবে না।