জুলাই বিপ্লবের ফলাফল

জুলাই বিপ্লবের ফলাফল – আজকের পর্বে জুলাই বিপ্লবের ফলাফল আলোচনা করা হল।

    জুলাই বিপ্লবের ফলাফল

    জুলাই বিপ্লবের ফলাফল কী ছিল
    জুলাই বিপ্লবের ফলাফল কী ছিল?

    ভূমিকা

    ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ফলে বংশানুক্রমিক বুরবো রাজবংশের পরিবর্তে অলিয়েন্স বংশকে সিংহাসনে বসিয়ে বিপ্লবীরা ভিয়েনা কংগ্রেসের ন্যায্য অধিকার নীতিকে একেবারে নস্যাৎ করে দেয় বুর্জোয়া প্রাধান্য বৃদ্ধি পায়। দ্য তকভিল (De Tocquville) লিখেছেন, জুলাই বিপ্লবের ফলে রাজনৈতিক বিপ্লবের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী এবং এর গুরুত্ব ছিল অপরিসীম।

    জুলাই বিপ্লবের ফলাফল

    জুলাই বিপ্লবের ফলাফলগুলি ছিল-

    (ক) বুরবোঁ বংশের পতন

    ১৮৩০ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে দৈবাধিকারে বিশ্বাসী, স্বৈরাচারী বুরবো রাজতন্ত্রের পতন ঘটে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়। অলিয়েন্স বংশীয় লুই ফিলিপ সিংহাসনে বসেন তাঁকে ফ্রান্সের রাজার পরিবর্তে ফরাসিদের রাজা নামে অভিহিত করা হয়।

    (খ) বুর্জোয়া শ্রেণির ক্ষমতাবৃদ্ধি

    জুলাই বিপ্লবের ফলে বুর্জোয়া শ্রেণির ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। প্রাক্-বিপ্লব যুগে ফিরে যাবার আশা নির্মূল হয় এবং ধর্মযাজক অভিজাত সম্প্রদায়ের স্থলে মধ্যবিত্ত তথা বুর্জোয়া শ্রেণির প্রাধান্য প্রতিষ্ঠা হয়। লুই ফিলিপকে রাজমুকুট দেওয়ার আগে সনদের সংশোধন করে এই শ্রেণি নিজস্ব স্বার্থরক্ষার সুদৃঢ় ব্যবস্থা করেছেন। অধিকাংশ বুর্জোয়া ভোটাধিকার পেয়েছিল।

    (গ) রাজার ক্ষমতা সংকোচন

    লুই ফিলিপ King of Franch -এর পরিবর্তে King of the French রুশোর সামাজিক চুক্তি মতবাদকে প্রতিষ্ঠা করে। বুরবোদের শ্বেত পতাকার পরিবর্তে ফরাসি বিপ্লবের ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে জাতীয় পতাকার মর্যাদা দেওয়া হয়। রাজার অর্ডিন্যান্স ক্ষমতা কেড়ে নেওয়া হল। উচ্চতর কক্ষের বিশেষ ক্ষমতা বাতিল করা হয়। ঐশী রাজতন্ত্রের ধারণাকে অস্বীকার করা হয়, ফলে বুরবোদের ঈশ্বরপ্রদত্ত ক্ষমতার তত্ত্ব চিরতরে লুপ্ত হয়, স্বীকৃত হয় জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী।

    (ঘ) জাতীয় প্রতিনিধি সভার ক্ষমতা বৃদ্ধি

    ফ্রান্সের অভ্যন্তরীণ শাসনতান্ত্রিক ক্ষেত্রে জাতীয় প্রতিনিধি সভার ক্ষমতা বৃদ্ধি করা হয়। আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র জাতীয় প্রতিনিধি সভার হাতে ন্যস্ত হয় এবং দেশের শাসনব্যবস্থায় ক্যাথলিক ধর্মযাজকদের প্রাধান্য বিলুপ্ত হয়।

    (ঙ) বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা

    এই বিপ্লবের ফলে সাম্য, ধর্মনিরপেক্ষ শাসন, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ইত্যাদি নানা অধিকার ফ্রান্সে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়।

    (চ) ভোটাধিকার সম্প্রসারণ

    এই বিপ্লবের ফলে ভোটাধিকার কিছুটা সম্প্রসারিত হয়। বাৎসরিক ২০০ ফ্রাঙ্ক প্রদানকারী ২৫ বছর বয়স্ক ব্যক্তিদের ভোটাধিকার প্রদান করা হয়।

    ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাব

    জুলাই বিপ্লবের ঢেউ ফ্রান্সের সীমানা অতিক্রম করে ইউরোপের বিভিন্ন দেশে আছড়ে পড়েছিল-(১) জুলাই বিপ্লবের প্রভাবে হল্যান্ডের কর্তৃত্ব থেকে বেলজিয়াম মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। (২) ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন শুরু হয়। (৩) ইতালি জার্মানির বিভিন্ন রাজ্যে গণ আন্দোলন তীব্র হয়ে উঠে। (৪) পোল্যান্ডে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। (৫) স্পেন, পোর্তুগাল প্রভৃতি দেশে জাতীয়তাবাদ ও উদারনৈতিক ভাবধারার বিকাশ ঘটে।

    উপসংহার

    পরিশেষে ঐতিহাসিক এইচ. এ. এল. ফিসার-এর সঙ্গে তাল মিলিয়ে বলা যেতে পারে, প্যারিসের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ দ্রুত ভিয়েনা কংগ্রেস শাসিত ইউরোপের অসার কাষ্ঠের স্তূপের উপর ছড়িয়ে পড়ে দাবানলের সৃষ্টি করেছিল।

    Leave a Comment