ব্রিটিশ সরকার অরণ্য সনদ’ (১৮৫৫ খ্রি.)-এর দ্বারা কী পদক্ষেপ নেয়

ব্রিটিশ সরকার অরণ্য সনদ' (১৮৫৫ খ্রি.)-এর দ্বারা কী পদক্ষেপ নেয়
ব্রিটিশ সরকার অরণ্য সনদ’ (১৮৫৫ খ্রি.)-এর দ্বারা কী পদক্ষেপ নেয়?

অরণ্য সনদ

ব্রিটিশ সরকার ভারতের অরণ্যগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য অরণ্য সনদ ও ভারতীয় অরণ্য আইন পাস করে। ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ১৮৫৫ খ্রিস্টাব্দে অরণ্য সনদ জারি করেন। এর দ্বারা-

[1] ভারতের অরণ্যের কাঠ সংগ্রহ ও কাঠের ব্যাবসার উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

[2] অরণ্যের মূল্যবান কাঠ, যেমন- শাল, সেগুন প্রভৃতি সরকারের সম্পত্তিতে পরিণত হয়।

Leave a Comment