কবে দ্বিতীয় ‘ভারতীয় অরণ্য আইন’ পাস হয়? এই আইনের দ্বারা কী পদক্ষেপ নেওয়া হয়

কবে দ্বিতীয় 'ভারতীয় অরণ্য আইন' পাস হয়? এই আইনের দ্বারা কী পদক্ষেপ নেওয়া হয়
কবে দ্বিতীয় ‘ভারতীয় অরণ্য আইন’ পাস হয়? এই আইনের দ্বারা কী পদক্ষেপ নেওয়া হয়?

দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের শাসন কায়েম করতে গিয়ে বিভিন্ন প্রকার – আইন কার্যকর করেছিল- যার মধ্যে অন্যতম ছিল অরণ্য আইন। ১৮৬৫ খ্রিস্টাব্দের অরণ্য আইনের সংশোধনীরূপে ঔপনিবেশিক সরকার । ভারতে ১৮৭৮ খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস করে।

পদক্ষেপসমূহ

এই আইনের দ্বারা-

[1] অরণ্য অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয়। যথা- সংরক্ষিত, সুরক্ষিত এবং শ্রেণি বহির্ভূত অরণ্য।

[2] এই আইনের দ্বারা অরণ্য অঞ্চলের পরিচালনা, অরণ্য সম্পদের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ আরোপিত হয়।

Leave a Comment