ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুরের অবদান
ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুরের অবদান লেখো। |
ভূমিকা
ক্যাভুরের নীতি
① ইটালির ঐক্য আন্দোলনকে সফল করতে ক্যাভুর পিডমন্ট রাজ্যকে নেতৃত্ব দেওয়ার পক্ষে উপযুক্ত বলে মনে করেছিলেন।
② বিদেশি শক্তির সাহায্যে তিনি অস্ট্রিয়াকে ইটালি থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন।
③ এই কারণে তিনি ইটালির ঐক্য আন্দোলনকে আন্তর্জাতিক সমস্যায় পরিণত করার উদ্যোগ গ্রহণ করেন।
④ এই উদ্দেশ্যে ক্যাভুর ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার বিরোধী পক্ষ ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে যোগদান করেন।
⑤ 1858 খ্রিস্টাব্দে ক্যাভুর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের সঙ্গে ‘প্লমবিয়ার্সের চুক্তি’ করেন। এই চুক্তির ফলে ক্যাভুর ফ্রান্সের সাহায্যে অস্ট্রিয়াকে পরাজিত করেন। এ ছাড়া ইটালিকে সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত করেন।
অভ্যন্তরীণ সংস্কার
ক্যাভুরের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি ইটালির ঐক্য আন্দোলনে যে সহায়ক হয়েছিল-এ কথা বলাই যায়। এই কারণে তাঁকে ‘ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক’ বলে অভিহিত করা হয়।