টীকা লেখো ‘জোলভেরাইন শুল্ক সংঘ’

টীকা লেখো: 'জোলভেরাইন শুল্ক সংঘ'
টীকা লেখো: ‘জোলভেরাইন শুল্ক সংঘ’।

গঠন

জোলভেরাইন শুল্ক সংঘটি 1834 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে ও প্রাশিয়ার নেতৃত্বে 230 লক্ষ জনসংখ্যাবিশিষ্ট 17 টি রাজ্য কর্তৃক গঠিত হয়েছিল।

উদ্দেশ্য

সেসময় জার্মানির বিভিন্ন রাজ্যে আমদানি ও রপ্তানি শুল্কের পরিমাণ এক প্রকার ছিল না। ফলে এটি পণ্য পরিবহণ ও ব্যাবসাবাণিজ্যের ব্যাপারে বিশেষ অসুবিধা সৃষ্টি করত। এই সকল অসুবিধা দূর করার জন্য জোলভেরাইন শুল্ক সংঘটি গড়ে তোলা হয়।

ফলাফল

শুল্ক সংঘের তত্ত্বাবধানের প্রয়োজনে বছরে একবার করে বৈঠকের আয়োজন করা হত। এই বৈঠকের কারণে বাণিজ্যিক সংহতি বৃদ্ধি পায়। শুল্ক সংঘের সভ্য রাজ্যগুলির মধ্যে স্বল্প বা বিনা শুল্কে অবাধে ব্যাবসাবাণিজ্য শুরু হয়।

গুরুত্ব

জোলভেরাইন শুল্ক সংঘ গঠনের ফলে রাজনৈতিক, অর্থনৈতিক সকল সমস্যার সমাধান ঘটে ও ঐক্যের পথ সুগম হয়ে ওঠে। জার্মানি সাম্রাজ্যের ভিত্তি গঠনে জোলভেরাইন শুল্ক সংঘের গুরুত্ব অনেকখানি।

Leave a Comment