বলকান জাতীয়তাবাদের উদ্ভবের কারণ কী ছিল – আজকের পর্বে বলকান জাতীয়তাবাদের উদ্ভবের কারণ কী ছিল তা আলোচনা করা হল।
বলকান জাতীয়তাবাদের উদ্ভবের কারণ কী ছিল
বলকান জাতীয়তাবাদের উদ্ভবের কারণ কী ছিল? |
ভূমিকা
বলকান সমস্যা থেকেই বলকান জাতীয়তাবাদের জন্ম হয়েছিল। বলকান সমস্যা থেকে উদ্ভূত বলকান জাতীয়তাবাদ সৃষ্টির কারণগুলি নিম্নরূপ।
বলকান জাতীয়তাবাদের উদ্ভবের কারণ
① অষ্টাদশ শতাব্দী থেকে তুরস্ক সাম্রাজ্য সংস্কারের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। তাই তাকে ইউরোপের রুগ্ম মানুষ বলা হত।
② বলকান জাতীয়তাবাদ
লকান অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে জাতীয়তাবাদের জন্ম হয়।
③ রুশ নীতি
এই সময় উয় জলনীতির সন্ধানে বলকান অঞ্চলে রাশিয়া তার সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে।
④ রুশ বিরোধিতা
রাশিয়ার সম্প্রসারণে বাধা দেওয়ার জন্য রঙ্গমঞ্চে ইংল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়ার আবির্ভাব হয়।
⑤ ফ্রান্সের ঘটনাবলি
ফরাসি বিপ্লব এবং পরবর্তীকালের জুলাই ও ফেব্রুয়ারি বিপ্লবের ঘটনাবলি বলকান অঞ্চলের অধিবাসীদের মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টিতে অনুপ্রেরণা জুগিয়েছিল।
⑥ তুর্কি-শাসকদের পশ্চাৎপদতা
সমগ্র ইউরোপে যখন আধুনিক শাসনব্যবস্থা কমবেশি প্রবর্তিত হয়েছে তখন বলকান অঞ্চলে তুর্কি শাসকেরা সংস্কারবিমুখ মধ্যযুগীয় শাসন চালু রেখেছিল। তুর্কি শাসনের জগদ্দল পাথর ও অপশাসন তাদের মনে জাতীয়তাবাদের বীজবপন করেছিল।
⑦ বুদ্ধিজীবীদের প্রভাব
এই সময় কিছু লেখক তাঁদের রচনার দ্বারা বলকান অঞ্চলে জাতীয়তাবাদী ধারণার বিকাশ ঘটান। যেমন-গ্রিক পন্ডিত কোরায়েস, কবি রিগাস প্রমুখ এ ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন।
⑧ গুপ্ত সংগঠনের প্রভাব
সময় কিছু কিছু অঞ্চলে গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে ওঠে। এগুলি মানুষের মনে জাতীয়তাবাদের প্রসার ঘটাতে সাহায্য করেছিল। যেমন-গ্রিসের হেটাইরিয়া ফিলিকে।
⑨ স্বাধীনতা আন্দোলন
এই সময় কিছু দেশের স্বাধীনতা আন্দোলন বলকান জাতীয়তাবাদ উদ্ভবে সাহায্য করেছিল। যেমন- রুমানিয়ার স্বাধীনতা লাভ বলকান জাতীয়তাবাদ সৃষ্টিতে অনুঘটকের কাজ করেছিল।
⑩ সর্বস্লাভ আন্দোলন
অস্ট্রিয়ার প্রাগে 1848 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সর্বস্লাভ আন্দোলন শুরু হয়। এরপর আন্দোলন যত এগিয়েছে বলকান জাতীয়তাবাদ তত পূর্ণতা প্রাপ্তির দিকে অগ্রসর হয়েছে।
(11) ইউরোপীয় শক্তিবর্গের কার্যকলাপ
রাশিয়া বলকান অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। ইংল্যান্ড, ফ্রান্সও এখানে ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করে। গ্রিসের স্বাধীনতা যুদ্ধে ইউরোপীয় শক্তিবর্গ নির্লিপ্ততার নীতি গ্রহণে আগ্রহী হয়। এইসব ঘটনার ঘাতপ্রতিঘাত বলকান জাতীয়তাবাদ সৃষ্টিতে সহায়তা করেছিল।