ফেব্রুয়ারি বিপ্লবের কারণ গুলি আলোচনা করো

ফেব্রুয়ারি বিপ্লবের কারণ গুলি আলোচনা করো – আজকের পর্বে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ গুলি আলোচনা করা হল।

    ফেব্রুয়ারি বিপ্লবের কারণ গুলি আলোচনা করো

    ফেব্রুয়ারি বিপ্লবের কারণ লেখো
    ফেব্রুয়ারি বিপ্লবের কারণ লেখো।

    ভূমিকা

    ফ্রান্স ছিল ইউরোপের পরিবর্তনের কারখানা। এই কারখানায় একের পর এক নানা পরিবর্তন সংঘটিত হয়েছিল। জুলাই বিপ্লব সমাপ্তির মাত্র 18 বছরের মধ্যে আবার 1848-এর বিপ্লব বা ফেব্রুয়ারি বিপ্লবের সূত্রপাত ঘটে। এই বিপ্লবের ফলে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান এবং ‘দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র’-এর প্রতিষ্ঠা হয়।

    ফেব্রুয়ারি বিপ্লবের কারণ

    1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের পর ফ্রান্সে ‘জুলাই রাজতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়েছিল। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে সেই রাজতন্ত্রের অবসান ঘটেছিল। ফেব্রুয়ারি বিপ্লবের পশ্চাতে নানা কারণ ছিল।

    ① জনসমর্থনের অভাব

    লুই ফিলিপ একটি বুর্জোয়া পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হয়েছিলেন। 400জন সদস্যের মধ্যে 219 জন তার পক্ষে ভোট দিয়েছিল। ফলে কৃষক, নিম্নমধ্যবিত্ত, শ্রমিক প্রভৃতি শ্রেণির জনসমর্থন তার পক্ষে ছিল না।

    ② বুর্জোয়াদের প্রভাব

    লুই ফিলিপের সরকার পুরোপুরি বুর্জোয়া প্রভাবিত হয়ে পড়েছিল।

    ③ ভ্রান্ত বৈদেশিক নীতি

    লুই ফিলিপের ভ্রান্ত বৈদেশিক নীতি ফরাসিদের হতাশ করে। তিনি যুদ্ধ এড়ানোর জন্য পোল্যান্ড ও ইটালির জাতীয়তাবাদী আন্দোলনে নিরপেক্ষতার নীতি গ্রহণ করেন। বেলজিয়ামের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব না দেওয়া, স্পেনের রানি ইসাবেলার বিরুদ্ধে সৈন্য প্রেরণ না করা প্রভৃতি সিদ্ধান্ত তাঁর জনপ্রিয়তা নষ্ট করে।

    ④ আর্থিক সংকট

    ঐতিহাসিক জ্যাক ড্রজ তাঁর Europe Between Revolution নামক গ্রন্থে রাজতন্ত্রের পতনের জন্য আর্থিক সংকটকে দায়ী করেছেন। এই সময় ফ্রান্সে খাদ্যসংকট শুরু হয়। ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেছেন যে, ফেব্রুয়ারি বিপ্লব ছিল ফ্রান্সের বুর্জোয়া শ্রেণির বিরুদ্ধে নিম্ন বুর্জোয়াদের শ্রেণিসংঘাতের পরিণতি।

    ⑤ রাজনৈতিক দলগুলির অসমর্থন

    তৎকালীন রাজনৈতিক দলগুলি লুই ফিলিপকে সমর্থন করেনি। (i) ন্যায্য অধিকারবাদী দল লুই ফিলিপকে বৈধ রাজা বলে মনে করত না। (ii) বোনাপার্টিস্টরা লুই নেপোলিয়ানকে সিংহাসনে বসাতে বেশি আগ্রহী ছিল। (iii) প্রজাতন্ত্রীরা জুলাই রাজতন্ত্রের বিরোধী ছিল। (iv) সমাজতন্ত্রীরা বুর্জোয়া প্রাধান্যকে মেনে নিতে পারেনি।

    প্রত্যক্ষ কারণ

    এইরকম পরিস্থিতিতে লা মার্টিন, থিয়ার্স প্রমুখ ভোটাধিকার সম্প্রসারণ, মত প্রকাশের স্বাধীনতা, দুনীর্তিমুক্ত নির্বাচন ব্যবস্থা প্রভৃতির জন্য দাবি জানাতে থাকেন। লুই ফিলিপ ও তার মন্ত্রী গিজো এইসব দাবি উপেক্ষা করেন। 1848-এর 22 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জনসভা পুলিশ ভেঙে দেয়। তখন ফরাসি জনগণ গিজোর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। রক্ষীরা এসময় গুলি চালালে পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। জনগণ লুই ফিলিপের পদত্যাগ দাবি করে। ফিলিপ তখন তাঁর পৌত্রের হাতে সিংহাসনের ভার দিয়ে ইংল্যান্ডে পালিয়ে যান। 26 ফেব্রুয়ারি প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রীরা ফ্রান্সকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করে। লা মার্টিনের সভাপতিত্বে অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়।

    FAQs on – ফেব্রুয়ারি বিপ্লবের কারণ গুলি আলোচনা করো

    ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
    ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই ফিলিপ।
    কবে, কোথায় ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়?
    ২২-২৪ ফেব্রুয়ারি ১৮৪৮ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়।
    ফেব্রুয়ারি বিপ্লবের নেতা কারা ছিলেন?
    ফেব্রুয়ারি বিপ্লবের নেতা ছিলেন থিয়ার্স, লা মার্টিন প্রমুখ।
    কোন বিপ্লবের ফলে ফ্রান্সে দ্বিতীয় বার প্রজাতন্ত্র স্থাপিত হয়?

    ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে দ্বিতীয় বার প্রজাতন্ত্র স্থাপিত হয়।

    Leave a Comment