জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো

জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো – আজকের পর্বে জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করা হল।

    জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো

    জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো
    জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো।

    ভূমিকা

    জুলাই বিপ্লব সমগ্র পৃথিবীতে গভীর প্রভাব ফেলেছিল। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুলাই বিপ্লবের প্রভাবগুলিকে দু-ভাগে (ফ্রান্স ও ইউরোপ) ভাগ করা যেতে পারে-

    ফ্রান্সে জুলাই বিপ্লবের প্রভাব

    • এই বিপ্লব ফ্রান্সে পুরাতনতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগকে ধ্বংস করে।
    • এর ফলে দশম চার্লস প্রতিষ্ঠিত রাজতন্ত্র ধ্বংস হয়।
    • জুলাই বিপ্লবের ফলে শাসক নির্বাচনে ‘জনগণের ইচ্ছা’ প্রতিফলিত হয়।
    • এর ফলে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির অসারতা প্রমাণিত হয়।
    • ফ্রান্সে প্রচলিত সামন্ততান্ত্রিক ব্যবস্থার গোড়ায় আঘাত হানে জুলাই বিপ্লব।
    • মেটারনিক ব্যবস্থা ফ্রান্সের এই বিপ্লবের মধ্যে দিয়ে বাধা পায়।
    • এই বিপ্লবের পর ফ্রান্সে ‘রোমান্টিকতাবাদ’-এর সূচনা হয়।
    • জুলাই বিপ্লবের প্রভাবে ফ্রান্সে 1841 খ্রিস্টাব্দে ‘কারখানা আইন’ পাস হয়।
    • 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের বুর্জোয়া শ্রেণি ক্ষমতাশালী হয়ে ওঠে।
    • লুই ফিলিপ প্রজাতন্ত্রের ভাবাদর্শের প্রতিষ্ঠা করেন।

    ইউরোপে জুলাই প্রভাব

    জুলাই বিপ্লব ফ্রান্সের সীমারেখা অতিক্রম করে ইউরোপ মহাদেশে পরিব্যাপ্ত হয়েছিল।

    ① জুলাই বিপ্লবের প্রভাবে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে। লিওপোল্ড হন বেলজিয়ামের রাজা।

    ② জার্মানিতে এই সময় গণজাগরণ শুরু হয়ে যায়। যদিও মেটারনিকের প্রভাবে তা সফল হতে পারেনি।

    ③ জুলাই বিপ্লবের প্রভাবে ইটালির বিভিন্ন অংশে শাসনতান্ত্রিক সংস্কারের দাবিতে আন্দোলনের সূত্রপাত ঘটে।

    ④ এই বিপ্লবের ফলে ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলনের সূচনা হয়।

    ⑤ পোর্তুগাল, স্পেন ও সুহটজারল্যান্ডে জাতীয়তাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে।

    ⑥ পোল্যান্ডে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।

    ⑦ সুইডেনের রাজা নরওয়েকে স্বায়ত্তশাসনের ক্ষমতা দান করেন।

    ⑧ গ্রিসে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়ে যায়।

    ⑨ ইংল্যান্ডসহ প্রায় সমগ্র ইউরোপেই রোমান্টিসিজিমের যুগ শুরু হয়।

    ⑩ পুরাতনপন্থী ধ্যানধারণাতে অনেকখানি পরিবর্তন আসে।

    উপসংহার

    ঐতিহাসিক ফিশার জুলাই বিপ্লবের প্রভাব প্রসঙ্গে মন্তব্য করেছেন, প্যারিসের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ ভিয়েনা কংগ্রেস শাসিত ইউরোপের কাষ্ঠখণ্ডের স্তূপের ওপর পড়ে দাবানল সৃষ্টি করেছিল।

    Leave a Comment