মেটারনিক ব্যবস্থা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো – আজকের পর্বে মেটারনিক ব্যবস্থা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি আলোচনা করা হল।
মেটারনিক ব্যবস্থা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো
মেটারনিক ব্যবস্থা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো। |
মেটারনিক ব্যবস্থা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো
ভূমিকা
ইতিহাস প্রবহমান, কিন্তু কখনো-কখনো তার গতিকেও রুদ্ধ করার চেষ্টা চলেছে। আবার, কখনও তার অভিমুখ পরিবর্তনের প্রয়াসও লক্ষিত হয়েছে। কিন্তু সময়ের গতিবেগ সব সময় সময়ের সঙ্গেই প্রবাহিত হয়ে গেছে। এইরকম একটি প্রক্রিয়া হল ইতিহাসের মেটারনিক ব্যবস্থা।
মেটারনিক
ক্লেমেন্স ভন মেটারনিক 1773 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তিনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ও ইউরোপের সর্বাপেক্ষা প্রভাবশালী একজন রক্ষণশীল রাষ্ট্রনেতায় পরিণত হন। আকর্ষণীয় ব্যক্তিত্ব, চারুবাক, দাম্ভিক, প্রত্যুৎপন্নমতিত্ব মেটারনিক সম্বন্ধে আরও নানা বিশেষণ ব্যবহার করা হয়। তাঁকে ‘নেপোলিয়ান বিজেতা’, ‘কূটনীতির জাদুকর’, ‘ইউরোপীয় রক্ষণশীলতার জনক’ প্রভৃতি অভিধায় ভূষিত করা হয়। 1815-1848 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন ইউরোপীয় রাজনীতির নিয়ন্তা। এই পর্বকে মেটারনিকের যুগ বলা হয়। ঐতিহাসিক কেটেলবি তাই বলেছেন, ভিয়েনা সম্মেলনের কূটনৈতিক ঘূর্ণিজলে তিনি মাছের ন্যায় অবাধে সাঁতার কাটতে পারতেন (He could swim like a fish in the sparkling whirlpool of Vienna) |
মেটারনিক ব্যবস্থা
অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক নেপোলিয়ানের পতনের পর অস্ট্রিয়া তথা সমগ্র ইউরোপে বিপ্লবজাত ভাবধারার গতিরোধ করে যে চরম রক্ষণশীল, পুরাতনপন্থী ব্যবস্থা চালু করেছিলেন তা মেটারনিক ব্যবস্থা নামে পরিচিত।
মেটারনিক ব্যবস্থার উদ্দেশ্য
মেটারনিক প্রধানত ইউরোপে রক্ষণশীল ব্যবস্থা প্রচলনের চেষ্টা করেছিলেন। তাঁর প্রচলিত ব্যবস্থার উদ্দেশ্য ছিল-
① অস্ট্রিয়াকে রক্ষা : বহুজাতি অধ্যুষিত অস্ট্রিয়াকে জাতীয়তাবাদের হাত থেকে রক্ষা করে তাকে ঐক্যবদ্ধ রাখা।
② রক্ষণশীলতাকে জনপ্রিয় করা: ফরাসি বিপ্লবজাত জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতন্ত্রকে রুদ্ধ করে, রক্ষণশীলতাকে জনপ্রিয় করা।
③ রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা: রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করে জাতীয়তাবাদকে স্তব্ধ করা।
④অস্ট্রিয়ার প্রাধান্য: ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য বজায় রাখা।
উপসংহার
মেটারনিক ব্যবস্থা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছিল ইউরোপের ইতিহাসে। সমসাময়িক ও পরবর্তীকালের বহু ঘটনা মেটারনিক ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয়েছিল।
FAQs on – মেটারনিক ব্যবস্থা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো
মেটারনিক কে ছিলেন?
অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
কবে মেটারনিকতন্ত্রের পতন ঘটে?
১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে।
ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন?
মেটারনিক।