ভিয়েনা সম্মেলনে গৃহীত তিনটি নীতি সম্বন্ধে যা জানো লেখো
ভিয়েনা সম্মেলনে গৃহীত তিনটি নীতি সম্বন্ধে যা জানো লেখো। |
ভূমিকা
(A) ন্যায্য অধিকার নীতি
① ফ্রান্স, স্পেন, নেপলস ও সিসিলিতে পুনরায় বুরবোঁ রাজবংশকে ফিরিয়ে আনা হয়।
② সার্ডিনিয়া ও পিডমন্টে স্যাভয় রাজবংশকে প্রতিষ্ঠিত করা হয়।
③ হল্যান্ডে অরেঞ্জ রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব হয়।
④ রোমের পোপকে তাঁর রাজ্য ফিরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া 39টি জার্মান রাষ্ট্র নিয়ে একটি ‘রাষ্ট্র সমবায়’ তৈরি করা হয়। এই নীতি অনুযায়ী বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে ও নরওয়েকে সুইডেনের সঙ্গে যুক্ত করা হয়।
(B) ক্ষতিপূরণ নীতি
① অস্ট্রিয়াকে দেওয়া হয় পোল্যান্ডের কিছু অংশ, লম্বার্ডি, ভেনেশিয়া, টাইরন এবং ইলিরিয়া অঞ্চল।
② প্রাশিয়াকে দেওয়া হয় পোজেন, থর্ন, ডানজিগ ও স্যাক্সনির উত্তরাংশ।
③ রাশিয়াকে দেওয়া হয় ফিনল্যান্ড, বেসারাবিয়া ও পোল্যান্ডের অনেকখানি অংশ।
ইংল্যান্ডকে দেওয়া হয় সিংহল, কেপ কলোনি, মাল্টা, হোলিগোল্যান্ড, আইওনিয়ান দ্বীপপুঞ্জ প্রভৃতি।
(C) শক্তিসাম্য নীতি
① ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দিয়ে সেখানে মিত্রপক্ষের সেনাবাহিনী পাঁচ বছরের জন্য নিয়োগ করা হয়।
② ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের যে সীমানা ছিল তা পুনরায় ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া হয়।
③ ফ্রান্সকে ক্ষতিপূরণ বাবদ 75 কোটি ফ্রাঁ দিতে বলা হয়। ফ্রান্সের চারপাশে রাষ্ট্র-বেষ্টনী তৈরি করা হয়-
① ফ্রান্সের উত্তর-পূর্বে বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়।
② ফ্রান্সের পূর্বদিকে প্রাশিয়ার সঙ্গে রাইন জেলাগুলিকে যুক্ত করা হয়।
③ ফ্রান্সের দক্ষিণ-পূর্বে তিনটি সীমান্ত সুইটজারল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়। জেলা
④ ফ্রান্সের দক্ষিণে স্যাভয় ও সার্ডিনিয়ার সঙ্গে জেনোয়াকে যুক্ত করা হয়।