আগরায় র্যাগিং, পাঁচতলা থেকে ফেলা হয় ছাত্রকে
নয়াদিল্লি, ৩ অক্টোবর : ‘দাদাদের’ র্যাগিংয়ের বলি হলেন আগরার এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আবদুল ওয়াহাব। অভিযোগ, কলেজেরই পাঁচতলার ছাদ থেকে তাঁকে ফেলে দিয়েছেন চার ‘দাদা’। দু’পায়ের হাড় এবং মেরুদণ্ডে মাল্টিপল ফ্র্যাকচার নিয়ে আপাতত নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়াই চলছে তাঁর।
সুপ্রিমকোর্ট জানিয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং নিষিদ্ধ। র্যাগিংয়ের ঘটনা ঘটলে তা জানামাত্র কর্তৃপক্ষকে কড়া ব্যবস্থা নিতে হবে। কিন্তু তাতে যে বিশেষ কাজ হয়নি তার প্রমাণ পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ঘটা র্যাগিংয়ের ঘটনায়।
গতকাল নাসিকের আহমেদনগরে এক ডেন্টাল কলেজের সিনিয়রদের র্যাগিং সহ্য করতে না পেরে হস্টেলের ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করেন ছাত্রী গৌরী মোহন দাস ভই। তারপরের ঘটনা আবদুলের।
কলেজ কর্তৃপক্ষ সমস্ত ঘটনারই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। গৌরীর মৃত্যুর পরে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। একই অভিযোগ ওয়াহাবের বাবা আবদুল ইমামেরও। এর একটা শেষ হওয়া প্রয়োজন।