যত্রতত্র প্লাস্টিক – হেলদোল নেই পুরসভার এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

যত্রতত্র প্লাস্টিক – হেলদোল  নেই পুরসভার প্রতিবেদন রচনা

যত্রতত্র প্লাস্টিক – হেলদোল নেই পুরসভার

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১ জুলাই : প্লাস্টিকের ব্যবহার নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর পুরসভাকে ভর্ৎসনা করলেও তার ফল পাওয়া যায়নি। ফলে প্লাস্টিকের দূষণ ক্রমেই কলকাতাকে গ্রাস করছে। বেহাল হয়ে পড়ছে নিকাশি ব্যবস্থা। তার জন্য প্রতি বর্ষায় জলমগ্ন হচ্ছে শহর। প্রধান বিচারপতি নিজের সরকারি বাংলোর পাশে যেখানে-সেখানে প্লাস্টিকের টুকরো পড়ে থাকতে দেখে বলেছিলেন, দেশের আর কোনো মেট্রো শহরে তিনি এরকম দেখেননি। হাইকোর্ট পুরসভার দিকে বিষয়টি দেখার কথা বিশেষ করে বলেছিল। কিন্তু পুরসভা নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার বন্ধে অভিযান, ধরপাকড়, কিংবা উৎপাদন বন্ধ করার ব্যাপারে কোনও ভাবনাচিন্তা শুরু করেনি। মেয়র বলেছেন, সাধারণ মানুষকে সচেতন হতে হবে, ধরপাকড় করে প্লাস্টিক রোধ করা যাবে না। অথচ চন্দননগর পুরসভা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। কলকাতা পুরসভা এ-বিষয়টিতে তেমন গুরুত্ব দিচ্ছে না। মেয়র শুধু বলেছেন, ৪০ মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে পত্রিকা, ব্যানার এবং ট্যাবলো ভ্যানে প্রচারের ব্যবস্থা হবে।

Leave a Comment