মেঘভাঙা বৃষ্টিতে বহু মানুষ মৃত
নিজস্ব সংবাদদাতা, দেরাদুন, ২ জুলাই, ২০১৬ : ২০১৩ সালের স্মৃতি উসকে উত্তরাখণ্ডে আবার মেঘভাঙা বৃষ্টি ও কাদাধসে কমপক্ষে ৩০জনের মৃত্যু ঘটেছে। বহু মানুষের খোঁজ মিলছে না। কেন্দ্রের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনী উত্তরাখণ্ডে পৌঁছে গিয়েছে। মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের পিথোরাগড় ও চামোলি জেলায় ধস নামে। সেখানকার সাতটি গ্রামের বাড়িগুলি প্রায় নিশ্চিহ্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বিষয়টি নিয়ে পারস্পরিক আলোচনা করেছেন। কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে দুলক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ইন্দোতিব্বত সীমান্ত পুলিশ; জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধা সামরিক বাহিনী মিলে উদ্ধারকাজ চালাচ্ছেন। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিংহালি, ওগলা ও তাল গ্রাম। এখানকার বাড়িগুলি মাটির সঙ্গে মিশে গিয়েছে। ধস নেমে রাস্তা বন্ধ। বৃষ্টির দাপট যদি না কমে তাহলে পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছে যাবে।