![]() |
| অভ্যুত্থান (Uprising) বলতে কী বোঝো? |
অভ্যুত্থান (Uprising): অভ্যুত্থান বলতে বোঝায় প্রচলিত শাসনব্যবস্থা বা শক্তির বিরুদ্ধে কোনো নতুন শক্তির উত্থান-কে। অভ্যুত্থানকে এক অর্থে বিদ্রোহ বলা যেতে পারে। শাসকের বিরুদ্ধে জনগণের বিদ্রোহ । বা উত্থান হলে তাকে ‘গণ অভ্যুত্থান’ বলা হয়। আবার ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে জনগণের বিদ্রোহকে ‘জাতীয় অভ্যুত্থান’ বলা হয়।
%20%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%95%E0%A7%80%20%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%9D%E0%A7%8B.jpg)