সম্যক সমাধি কী? এর স্তরগুলি উল্লেখ করো |
সম্যক সমাধি
এই মার্গটিই হল অষ্টাঙ্গিক মার্গের শেষ মার্গ। এই মার্গের পূর্বে যে আরও সাতটি মার্গ আছে, সেগুলিকে যদি কেউ যথাযথভাবে অতিক্রম করতে পারে, তবে সঠিক সমাধি বা ধ্যানের মাধ্যমে সাধক নির্বাণ লাভ করতে পারে।
সম্যক সমাধির পূর্বে অষ্টাঙ্গিক মার্গের যে সাতটি স্তরের কথা উল্লেখিত হয়েছে, সেগুলিকে অতিক্রম করতে পারলেই সাধক সমাধির অধিকারী হতে পারেন। অবশ্য ধ্যানস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই যে নির্বাণ লাভ হয় না-এ কথাও বৌদ্ধরা স্বীকার করেন। তাঁরা সমাধির মূলত চারটি স্তরকে স্বীকার করেছেন এবং এগুলি হল-
[1] প্রথম স্তর
এই স্তরে সাধক চারটি আর্যসত্যের মর্মটিকে উপলব্ধি করেন এবং বিচারবিশ্লেষণের ফলে আনন্দ অনুভূতির অধিকারী হন।
[2] দ্বিতীয় স্তর
এই স্তরে বিচারবিশ্লেষণের মাধ্যমে নিঃসন্দেহ ও নিশ্চিত জ্ঞানের অধিকারী হন সাধক। এই স্তরে আনন্দের অনুভূতি আরও গভীরতর হয়।
[3] তৃতীয় স্তর
এই স্তরে নির্বাণেচ্ছুক ব্যক্তি আনন্দের চেতনাকে অতিক্রম করে আরও গভীরভাবে সমাধিস্থ হন। এর ফলে সাধকের মনে এক নিস্পৃহ ভাব জাগরিত হয় এবং জাগতিক বস্তুসমূহ সম্পর্কে উপেক্ষার মানসিকতা সঞ্চিত হয়।
[4] চতুর্থ স্তর
এই স্তরে সাধকের সর্ববিধ অনুভূতির অবলুপ্তি ঘটে এবং ধ্যান বা সমাধি গভীরতরূপে প্রতীয়মান হয়। এই স্তরেই মুক্তকামী ব্যক্তির পূর্ণ সত্যোপলব্ধি হয়। ফলত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটে ও নির্বাণ লাভ হয়।