রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসানের কারণ কী ছিল – আজকের পর্বে রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসানের কারণ কী ছিল তা আলোচনা করা হল।
রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসানের কারণ কী ছিল
রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসানের কারণ কী ছিল? |
ভূমিকা
ভূমিদাস প্রথা ছিল রাশিয়ার একটি অমানবিক সুপ্রাচীন প্রথা। এই প্রথার সাথে রাশিয়ার আর্থ-সামাজিক ব্যবস্থা অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল। ভূমিদাসদের জীবন অবর্ণনীয় দুঃখ দুর্দশায় পরিপূর্ণ ছিল তারা জমিদারদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল ফলে তাদের বিক্রি করা, বন্ধক রাখা, ভাড়া খাটানোর অধিকার ভূমিদারদের ছিল। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিস্টাব্দে এক আদেশ জারি করে যুগ ধরে চলে চলে আসা ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে ভূমিদাস প্রথা আসান করেন। এইজন্য তাকে মুক্তিদাতা জার বলা হয়।
ভূমিদাস প্রথার অবসানের কারণ
(ক) অদক্ষতা
উনিশ শতকের প্রথম থেকেই রাশিয়ায় প্রবলভাবে শিল্পায়ন শুরু হয় ফলে ভূমিদাসদের দিয়ে আগের মত অর্থনৈতিক প্রয়োজন সিদ্ধ হচ্ছিল না। শিল্পের জন্য অদক্ষ ভূমিদাস অপেক্ষা দক্ষ বেতন ভুক্ত শ্রমিক অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে।
(খ) ভূস্বামীদের অনিচ্ছা
মুদ্রার অর্থনীতি ও বাজারের জন্য প্রতিযোগিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূমিদাসদের শ্রমের নিম্নমান প্রকট হয়ে উঠে। ছোটোখাট ভূস্বামীদের পক্ষে ভূমিদাসদের ভরণপোষণ কঠিন হয়ে পড়ে ফলে ভূমিদাসদের ব্যাপারে তাদের অনিচ্ছা প্রকট হয়ে উঠে।
(গ) কৃষিক্ষেত্রে ব্যর্থতা
সময়ের সাথে সাথে রাশিয়ার বিজ্ঞানসম্মত কৃষি প্রযুক্তি অদক্ষ ভূমিদাসদের পক্ষে প্রয়োগ করা অসম্ভব হয়ে পড়ে ফলে তাদেরও প্রয়োজন ফুরিয়ে যায়।
(ঘ) কর্তৃত্ব হ্রাস
ক্রিমিয়ার যুদ্ধের পর ভূমিদাসদের ওপর অভিজাত ও জমিদারদের কর্তৃত্ব হ্রাস পায় এমনকি ভূমিদাসদের ক্ষোভ-জারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কৃষকরা উদারনৈতিক আন্দোলনে অংশ গ্রহণ করেছিল। প্রথম নিকোলাসের আমলে চারশটি কৃষক বিদ্রোহ হয়েছিল যা ভূমিদাস প্রথার উচ্ছেদকে ত্বরান্বিত করেছিল।
(ঙ) ক্রিমিয়ার যুদ্ধে পরাজয়
ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়ের অন্যতম কারণ ছিল ভূমিদাসদের নিয়ে গড়ে ওঠা রাশিয়ার সেনাদল। এদের অদক্ষতা, নির্বুদ্ধিতা রাশিয়ায় এদের অপ্রয়োজনীয় করে তোলে।
(চ) বুদ্ধিজীবীদের প্রভাব
রাশিয়ার বহু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, ভূমিদাস প্রথার অবসানকল্পে কলম ধরেন। পুসকিন, টলস্টয়, গোগোেল, তুর্গেনিভ, গ্লিনকো ছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য।
(ছ) দ্বিতীয় আলেকজান্ডারের ভূমিকা
জার দ্বিতীয় আলেকজান্ডার ছিলেন এক উদারনৈতিক শাসক তিনি উপলব্ধি করেছিলেন যে ভূমিদাস প্রথা যুগোপযোগী নয় সুতরাং এর উচ্ছেদ করা প্রয়োজন। রাশিয়ায় এভাবেই রাষ্ট্রীয় ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটে।