ওড়িশার কেন্দ্রাপড়ায় পাওয়া গেল পুরা-নিদর্শন বৌদ্ধ পুরা-নিদর্শন মিলল কেন্দ্রাপড়ায় প্রতিবেদন রচনা

ওড়িশার কেন্দ্রাপড়ায় পাওয়া গেল পুরা-নিদর্শন বৌদ্ধ পুরা-নিদর্শন মিলল কেন্দ্রাপড়ায় প্রতিবেদন রচনা
ওড়িশার কেন্দ্রাপড়ায় পাওয়া গেল পুরা-নিদর্শন বৌদ্ধ পুরা-নিদর্শন মিলল কেন্দ্রাপড়ায় প্রতিবেদন রচনা


বিশেষ সংবাদদাতা, ভুবনেশ্বর, ৪ আগস্ট: ওড়িশার কেন্দ্রাপড়ায় গোবরি নদীর কাছে অতি সম্প্রতি পাওয়া গিয়েছে বৌদ্ধযুগের পুরাতাত্ত্বিক নিদর্শন। ইতিহাসবিদ ও বৌদ্ধ-গবেষক হরিশচন্দ্র পুষ্টি আজ জানান, পনসপুর গ্রামে খননকাজ চালানোর সময় কয়েকটি ছোটো ছোটো বৌদ্ধস্তূপ এবং স্তম্ভ পাওয়া গিয়েছে। স্তম্ভগুলির গায়ে পালি ভাষার লিপি খোদাই করা আছে। এ ছাড়াও ধ্যানরত অমিতাভ বুদ্ধ, অবলোকিতেশ্বর বুদ্ধ এবং নৃত্যরতা তরুণীদের কয়েকটি মূর্তি পাওয়া গিয়েছে। বেশ কিছু মাটির মূর্তিরও খোঁজ মিলেছে। পনসপুর গ্রামে খননকালে প্রাচীন একটি সিঁড়ি লাগানো কূপেরও ধ্বংসাবশেষ মিলেছে। শ্রী পুষ্টির দাবি, এই অঞ্চলেই কান্তিকিয়ারি গ্রামের কাছে গোবরি নদীর গর্ভে রয়েছে একটি বড়ো বৌদ্ধবিহার। শ্রী পুষ্টি এর আগেও ওইসব অঞ্চলে নিজ উদ্যোগে খননকাজ চালিয়েছিলেন এবং মৃত্তিকাগর্ভ থেকে পেয়েছিলেন বৌদ্ধ পুরাবস্তুর নানা নিদর্শন।

ওড়িশার রাজ্য প্রত্নতাত্ত্বিক বিভাগের সুপারিন্টেন্ডেন্ট বিকে রথ আজ বলেন, এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ইতিহাসবিদদের বিশেষ কাজে লাগবে। তবে তিনি বা পুরাতত্ত্ব বিভাগের কেউ এখনও নব আবিষ্কৃত এই বৌদ্ধ-নিদর্শনগুলি দেখেননি।

Leave a Comment