প্রতিটি জেলায় কৃষি-বিদ্যালয় গড়ার সরকারি পরিকল্পনা |
জেলায় জেলায় কৃষি-বিদ্যালয় গড়বে রাজ্য সরকার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩১ জুলাই: রাজ্যের প্রতিটি জেলায় কৃষি-বিদ্যালয় গড়ার উদ্যোগ গ্রহণ করছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতের তিনটি রাজ্য-উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে যে কৃষি- বিদ্যালয়গুলি আছে, তারই মডেলে পশ্চিমবঙ্গেও কৃষি-বিদ্যালয় স্থাপন করা হবে। আপাতত কোচবিহার আর বাঁকুড়া জেলায় এই ধরনের বিদ্যালয় গড়ে তুলবে রাজ্য সরকার। পরিকল্পিত কৃষি-বিদ্যালয়গুলি হবে আবাসিক। প্রত্যেক জেলা থেকে চল্লিশ-পঁয়তাল্লিশ জন কৃষককে ভরতি করা হবে এক-একটি প্রতিষ্ঠানে। ওই প্রতিষ্ঠান থেকে তাঁরা ছ-মাসের প্রশিক্ষণ নেবেন। কিছুটা শিক্ষাগত যোগ্যতা আছে, এমন কৃষকদেরই ভরতি করা হবে কৃষি-বিদ্যালয়ে। প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরই অগ্রাধিকার দেওয়া হবে। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কীটনাশক প্রয়োগে সতর্কতা অবলম্বন, আবহাওয়া বিষয়ে সুনিশ্চিত পূর্বধারণা লাভ করা-এই ধরনের প্রাথমিক ও আবশ্যিক প্রসঙ্গগুলি কৃষকদের সামনে উপস্থাপিত করা হবে বলে জানিয়েছেন কোচবিহারের ভারপ্রাপ্ত কৃষি আধিকারিক।
উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ বা কর্ণাটকের কৃষি-বিদ্যালয়গুলি কেন্দ্রীয় সরকারের সহায়তা পেলেও পশ্চিমবঙ্গ সরকার আপাতত কোনো কেন্দ্রীয় সাহায্য নিতে রাজি নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিকল্পিত কৃষি-বিদ্যালয়গুলিতে কাজ শুরু করার জন্য জেলার কৃষি-আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে।