হাসপাতালের অমানবিক আচরণ– প্রতিবেদন রচনা

হাসপাতালের অমানবিক আচরণ-- প্রতিবেদন রচনা
হাসপাতালের অমানবিক আচরণ– প্রতিবেদন রচনা

মৃত্যুপথযাত্রীকে বিনা চিকিৎসায় ফেরাল হাসপাতাল 

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২০ জুলাই: চিকিৎসা না করেই হাসপাতাল ফিরিয়ে দিল ডেঙ্গিজ্বরে আক্রান্ত এক রোগীকে। অবশেষে সংকটজনক অবস্থায় তাকে এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। রোগীর অবস্থা সংকটজনক হওয়া সত্ত্বেও সরকারি হাসপাতালে ভরতির ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম সাহায্য তারা পায়নি বলে অভিযোগ করেছেন রোগীর পরিবার।
মুরশিদাবাদের বাসিন্দা অমল দে চাকরিসূত্রে কলকাতায় থাকে। কলকাতায় থাকাকালীন তার জ্বর হয়। শারীরিক পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাকে মুরশিদাবাদ মেডিকেল কলেজে ভরতি করানোর চেষ্টা করা হলে উপযুক্ত পরিকাঠামোর অভাবের অজুহাতে তাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর কলকাতার নামি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকেও বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়া হয়। দুটি সরকারি হাসপাতালে একই ঘটনা ঘটলে অবশেষে এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় পরিবারের একমাত্র রোজগেরে অমলকে। পরিবারের অভিযোগ, স্থানীয় বিধায়ককে ফোন করা হলেও কোনোরকম সাহায্য তারা পায়নি। বেসরকারি হাসপাতালে চিকিৎসা অনেক খরচসাপেক্ষ হওয়ায় প্রতিবেশী ও আত্মীয়রা চাঁদা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করে। অমলের পরিবারের এখন একটাই প্রার্থনা ঘরের ছেলে সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক।

Leave a Comment