ধীরে ধীরে দুর্ঘটনার হার কমছে কলকাতায়– প্রতিবেদন রচনা

ধীরে ধীরে দুর্ঘটনার হার কমছে কলকাতায়-- প্রতিবেদন রচনা
ধীরে ধীরে দুর্ঘটনার হার কমছে কলকাতায়– প্রতিবেদন রচনা

কলকাতা পুলিশের উদ্যোগে কমছে পথ দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩ জুলাই: কলকাতা পুলিশের উদ্যোগে কমছে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। কলকাতা পুলিশের হিসাব অনুযায়ী ২০১৬ খ্রিস্টাব্দে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আগের থেকে অনেকটাই কমেছে। পুলিশ কমিশনারের মতে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমার পেছনে ট্রাফিক পুলিশকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও যথেষ্ট অবদান রয়েছে। কলকাতা শহরে ট্রাফিক নিয়ে এবং প্রতিদিন হওয়া দুর্ঘটনা নিয়ে সকলেরই যথেষ্ট অভিযোগ ছিল। পথ দুর্ঘটনা কমানোর জন্য আইনব্যবস্থা আরও বাড়ানো হয়েছিল। লালবাজারের একাংশ বলছে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমার পেছনে আইনের কড়াকড়ি, সচেতনতা বৃদ্ধি ছাড়াও অ্যাম্বুলেন্স ব্যবস্থার উন্নতিও যথেষ্ট সহায়কের ভূমিকা পালন করছে। এখন আহত ব্যক্তিকে অনেক দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়। যেটা আগে সম্ভব হত না। কিন্তু পুলিশের বক্তব্য এখনও শহরের নাগরিকরা অনেকেই পথ নিরাপত্তা নিয়ে সচেতন নন। সচেতনতা যত বাড়বে দুর্ঘটনার হার তত কমবে। কমিশনারের মতে বিদেশের মানুষ এই সচেতনতার ব্যাপারে আমাদের থেকে অনেক বেশি এগিয়ে এখনও। কলকাতার ট্রাফিক ব্যবস্থাকে অনেকেই এখন বাহবা দিচ্ছেন। বেশিরভাগ মানুষের মতেই, কলকাতা পুলিশ এখন যেভাবে উৎসব-অনুষ্ঠান এবং সাধারণ দিনে ট্রাফিক সামলায় তা নজিরবিহীন। পথ নিরাপত্তা নিয়ে শহরে অনুষ্ঠান করা হবে বলেও পুলিশ কমিশনার জানান। এর মধ্যে থাকবে শহরের বিভিন্ন মোড়ে দুর্ঘটনাগ্রস্ত বিভিন্ন গাড়ির প্রদর্শনী এবং পথ নিরাপত্তা সপ্তাহ পালন।

Leave a Comment