একজন ট্যাক্সিচালকের সততার নিদর্শন-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। |
ট্যাক্সিচালকের সততায় যাত্রী ফেরত পেলেন টাকা, কার্ড
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ জুলাই: ট্যাক্সিচালকদের বিরুদ্ধে দুর্ব্যবহার, যাত্রী না তোলা, বেশি ভাড়া চাওয়া-এরকম হাজারো অভিযোগ কান পাতলেই শোনা যায়। এই অবস্থায় নজিরবিহীন এক সততার দৃষ্টান্ত রাখলেন ট্যাক্সিচালক রঘুনাথ ঝা। যাদবপুরের বাসিন্দা অনল গুহ ধর্মতলা থেকে রঘুনাথের ট্যাক্সিতে উঠেছিলেন। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে তিনি ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে যান। গাড়ি ঘুরিয়ে বেঙ্গল ল্যাম্পের কাছে পৌঁছোনোর পরেই রঘুনাথ খেয়াল করেন পিছনের সিটে একটি চামড়ার ব্যাগ পড়ে আছে। তিনি একটুও বিলম্ব না করে ব্যাগটি যাদবপুর থানায় জমা দেন। অন্যদিকে ব্যাগ হারিয়ে সন্ধ্যায় অনলবাবুও ডায়রি করতে আসেন থানায়। ব্যাগ ফেরত পেয়ে উচ্ছ্বসিত অনলবাবু বলেন যে, ব্যাগের ভিতরে প্রায় তিরিশ হাজার টাকার সঙ্গে প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের দরকারি অনেক কাগজ পত্রও ছিল। ট্যাক্সিচালকের সততায় মুগ্ধ অনলবাবু বলেন— “এরকম সৎ মানুষ তো আজকের সমাজে বিরল।” যদিও রঘুনাথ ঝার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, তিনি যেটুকু করা উচিত ছিল সেটুকুই করেছেন। যাদবপুর থানার অফিসার-ইন-চার্জ প্রদীপ্ত প্রধান জানিয়েছেন যে তারা রঘুনাথ ঝাকে পুরস্কৃত করার কথা ভাবছেন।