রক্তদান জীবনদান-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। |
সচেতনতা বৃদ্ধির ফলে রক্তদান শিবিরে এল সাফল্য
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৬ জুন: গড়িয়ার নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির। গত ২৫ জুন স্থানীয় কমিউনিটি হলে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার বিশ্বজিত চ্যাটার্জী। উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্পাদক রাজরূপ দে জানান যে, এ বছর ৭৩ জন রক্তদাতা রক্ত দান করেছেন। সংখ্যাটা গতবারের তুলনায় প্রায় দেড়গুণ বেশি। এলাকার মানুষদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এই সাফল্যের কারণ বলে তাঁর মত। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, নেতাজি স্পোর্টিং-এর রক্তদান শিবির এবার পনেরো বছরে পড়ল। অনুষ্ঠানের প্রধান অতিথি বিখ্যাত লেখক ও সমাজকর্মী অনুরাধা মিত্র মনে করিয়ে দেন যে, প্রতিটি ক্লাবেরই নিজেদের এলাকায় এরকম একটি সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে। প্রচণ্ড গরমে ব্লাড ব্যাংকগুলিতে যখন রক্তের আকাল তখন এই ধরনের উদ্যোগ যে বহু বিপন্ন মানুষের প্রাণ রক্ষা করবে সে কথাও তিনি উল্লেখ করেন। সমগ্র রক্তদান শিবিরটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছিলেন অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি ব্লাড ডোনার্স।