মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপজ্জনক-এ সম্পর্কে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। |
অসতর্ক রাস্তা পার কেড়ে নিল জীবন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ জুলাই: মোবাইল ফোন ক্রমশই আধুনিক মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। নানা সার্ভিস প্রোভাইডারকে নামমাত্র মূল্যে নানা সুযোগসুবিধাপ্রদান, হ্যান্ডসেটের দাম কমে যাওয়া—এসব কারণে গরিব বড়োলোক নির্বিশেষে এখন সকলের হাতেই মুঠোফোন। শুধু তো কথা বলা বা শোনা নয়, ইনটারনেটের মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো নানাবিধ সোশ্যাল মিডিয়ার নেশাতেও মজেছে আপামর বাঙালি। আর সেই নেশা প্রাণঘাতীও হয়ে উঠছে যখন তখন। আজ দু পুরে লর্ডসের মোড়ে এরকমই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মোবাইলের হেডফোন কানে গুঁজে সিগন্যাল না দেখেই রাস্তা পার হওয়ার সময়ে ১৮সি রুটের বাসে চাপা পড়েন এক তরুণী। যুবতীকে কাছেই অরবিন্দ সেবাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালসূত্রে জানা গিয়েছে তার নাম মিতা পাল, বাড়ি মুকুন্দপুরে। তার অবস্থা এখনও যথেষ্ট সংকটজনক। ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায় এবং এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। কলকাতা পুলিশের ডি সি (ট্রাফিক) ডি. বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পথ নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রচার সত্ত্বেও মানুষের সচেতনতার অভাবই এইসব বিপদ ডেকে আনছে।