তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হল-এ বিষয়ে একটি প্রতিবদেন রচনা করো। |
আমিনপুরে গ্রন্থাগার উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট, ১০ সেপ্টেম্বর: বসিরহাট মহকুমার আমিনপুর গ্রামে এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে প্রতিষ্ঠিত হল গ্রামীণ গ্রন্থাগার। গত ৮ সেপ্টেম্বর এই গ্রন্থাগারের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক প্রবীর ধর। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দীনবন্ধু রপ্তান। এলাকায় একটি হাই স্কুল এবং তিনটি প্রাইমারি স্কুল থাকলেও বর্ধিষ্ণু গ্রাম আমিনপুরে কোনো গ্রন্থাগার ছিল না। স্থানীয় বাসিন্দা দুলালচন্দ্র ঘোষের দেওয়া জমিতে গড়ে উঠেছে এই গ্রন্থাগার। আপাতত, গল্প, উপন্যাস, প্রবন্ধ মিলিয়ে প্রায় দেড়হাজার বই এখানে স্থান পেয়েছে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও নিজস্ব সংগ্রহের বই গ্রন্থাগারে দান করেছেন। গ্রন্থাগার পরিচালন সমিতির সম্পাদক জুবেদ আলির সঙ্গে কথা বলে জানা গেল আগামী দিনে ছাত্রছাত্রীদের জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দুটি বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ ছাড়া গ্রন্থাগারের সদস্যদের দ্বারা একটি দেয়াল পত্রিকাও নিয়মিতভাবে প্রকাশ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্যিক প্রবীর ধর আশা প্রকাশ করেন যে এলাকার মানুষের শিক্ষা ও চেতনার মান উন্নয়নে এই গ্রন্থাগার বিশেষ ভূমিকা নেবে। কর্মাধ্যক্ষ তার ভাষণে বলেন, গ্রন্থাগার যাতে নিয়মিতভাবে সরকারি অনুদান পায় তার চেষ্টা করা হবে। বিশিষ্ট শিল্পী তানিয়া সরকারের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হয়।