সমুদ্র না পাহাড়-কোথায় যাওয়া হবে? (এই নিয়ে দুই বন্ধুর সংলাপ)

সমুদ্র না পাহাড়-কোথায় যাওয়া হবে? (এই নিয়ে দুই বন্ধুর সংলাপ)
সমুদ্র না পাহাড়-কোথায় যাওয়া হবে? (এই নিয়ে দুই বন্ধুর সংলাপ)

অদিতি: ছুটিতে কোথায় যাওয়া হবে ঠিক হল?
অন্বেষা : না রে। একবার ভাবছি সমুদ্রের কাছে যাই, পরক্ষণেই মন বলে পাহাড়ে চল।
অদিতি: তা যা বলেছিস। তবে আমাকে পাহাড় খুব টানে। পাহাড়ি পথ, এঁকেবেঁকে চলেছি।
অন্বেনা: পাহাড় আমাকেও হাতছানি দেয় বারবার সে কথা ঠিকই, তবে সমুদ্রের উত্তাল ঢেউ, সমুদ্রের গর্জন মনে কেমন এক অনুভূতি জাগিয়ে তোলে।
অদিতি: তাহলে সমুদ্রেই যাওয়া হচ্ছে, তাই তো। কোথায়? পুরী না চাঁদিপুর?
অন্বেষা : পুরাই যাব। গত ছুটিতে চাঁদিপুর গেছিলাম। ভালো লেগেছিল খুব। চাঁদিপুরের সমুদ্রে ঢেউ খুব একটা উঁচু হয়ে আসে না। ছোটো ছোটো লহরী তুলে এগিয়ে আসে। পুরীর সমুদ্রের ঢেউ-এ উন্মাদনা আছে, চাঁদিপুরের সমুদ্রে তা নেই।
অদিতি: তা ঠিক। আমার আবার দার্জিলিং বেশি ভালো লাগে। এবার থাকব দার্জিলিং থেকে একটু দূরে একটা গ্রামে। শুনেছি পাহাড়, ঝরনা দিয়ে ঘেরা একটা বাড়িতে থাকব। ম্যাল থেকে দূরে, নিস্তব্ধতার মাঝে খুঁজে পাব এক অপার আনন্দ।
অন্বেষা : বেড়ানোর এসব কথাই কেমন ভাসিয়ে নিয়ে যাচ্ছে রে। যেমন সমুদ্রের জলরাশি আমাকে ভাসিয়ে নিয়ে যায়। তবে একবার আমার স্বপ্নের দেশে, আর একবার তোর স্বপ্নের দেশে যেতে পারলে বেশ হত। 
অদিতি : হুম। ঠিক বলেছিস।

Leave a Comment