পরিবহণের গুরুত্ব
পরিবহণের গুরুত্ব আলোচনা করো। |
ভারতের সার্বিক উন্নতিতে পরিবহণ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম –
কৃষির উন্নতি
ভারত কৃষিপ্রধান দেশ। ভারতের অর্থনীতি কৃষিজ দ্রব্যের উৎপাদন ও সুষ্ঠু বণ্টনের ওপর নির্ভরশীল। উন্নত বীজ, সার, কীটনাশক, আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষিক্ষেত্রে পৌঁছে দিতে এবং উৎপন্ন ফসল দেশের অভ্যন্তরীণ বাজারে, শিল্প কারখানায় ও বিদেশে রপ্তানি করতে সড়কপথ, রেলপথ, জলপথ এমনকি আকাশপথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শিল্পোন্নতি
শিল্পোন্নতির অন্যতম শর্ত হল উন্নত পরিবহণ ব্যবস্থা। শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, শক্তিসম্পদ, শ্রমিক প্রভৃতি সরবরাহ এবং শিল্পজাত পণ্য বাজারে প্রেরণে পরিবহণ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। এমনকি ভারতের বহু শিল্পকেন্দ্র পরিবহণ ব্যয়ের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। এ ছাড়া পর্যটন শিল্পের উন্নতিতে পরিবহণের গুরুত্ব অনস্বীকার্য।
প্রাকৃতিক সম্পদ আহরণ
বিভিন্ন খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ আহরণ ও তার সুষ্ঠু বণ্টনে পরিবহণ ব্যবস্থা একান্ত প্রয়োজন।
বাণিজ্যিক প্রসার
পরিবহণ ব্যবস্থা ছাড়া বাণিজ্য অসম্ভব। ভারতের অভ্যন্তরীণ তথা বৈদেশিক বাণিজ্য প্রসারে অর্থাৎ, বিভিন্ন দ্রব্যের আমদানি-রপ্তানিতে সড়কপথ, রেলপথ, জলপথ ও আকাশপথের গুরুত্ব অপরিসীম।
বিপর্যয় মোকাবিলা
বিশাল দেশ ভারতবর্ষে বন্যা, খরা, ঝড়ের তাণ্ডব, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় লেগেই থাকে। এই সকল বিপর্যয়গ্রস্ত অঞ্চলগুলিতে খাদ্য ও ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দিতে পরিবহণ ব্যবস্থার ভূমিকা অসামান্য।
প্রতিরক্ষা
ভারতের প্রতিরক্ষা বিষয়ে উন্নত পরিবহণ ব্যবস্থার গুরুত্ব সর্বাধিক। বিশেষত উত্তর, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব অংশের দুর্গম অঞ্চলগুলিতে প্রতিরক্ষার কারণে সড়কপথ ও বিমানপথের উন্নতি ঘটেছে।
কর্মসংসথান
ভারতের মতো জনবহুল দেশে কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র হল পরিবহণ ব্যবস্থা। বিশেষত, ভারতের রেলপথ পরিবহণ অসংখ্য মানুষের কর্মসংস্থানের উৎস।
শিক্ষা ও সংস্কৃতির প্রসার
পরিবহণ ব্যবস্থার মাধ্যমে দেশ-বিদেশে যাতায়াতের মধ্য দিয়ে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিবিদ্যা, বৈজ্ঞানিক গবেষণা প্রভৃতির পারস্পরিক আদানপ্রদান ঘটে। ফলে, জীবনযাত্রার মান উন্নত হয়।
জাতীয় আয় বৃদ্ধি
পরিবহণ সুবিধাদানের মাধ্যমে করসংগ্রহ, এবং পরিবহণের হেতু কৃষি, শিল্প, ব্যাবসাবাণিজ্যের প্রসার দেশের জাতীয় আয় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে।
জাতীয় ও আন্তর্জাতিক সংহতি বোধ
পরিবহণের ওপর নির্ভর করেই দেশের একপ্রান্ত থেকে অপর প্রান্তে এবং বিদেশে মানুষ ছুটে চলেছে। মানুষের এই যাতায়াতের মধ্য দিয়ে সাংস্কৃতিক ভাব বিনিময় ঘটে। বহু ভাষাভাষী ও বহু ধর্মের বৈচিত্র্যময় দেশ ভারতে এরূপ ভাব বিনিময়ের মাধ্যমে জাতীয় ঐক্যবোধ ও আন্তর্জাতিক সংহতি গড়ে ওঠে।
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা