ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট সম্পর্কে টীকা লেখো

ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট সম্পর্কে টীকা লেখো
ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট সম্পর্কে টীকা লেখো।

ভূমিকা

জার্মানির ঐক্যসাধন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যে ৫৮৬ জন প্রতিনিধিকে নিয়ে ১৮৪৮ খ্রিস্টাব্দের ১৮মে জার্মানির ফ্রাঙ্কফোর্টে নির্বাচিত জাতীয় পার্লামেন্টের প্রথম যে অধিবেশনটি বসেছিল সেটি ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট নামে পরিচিত। এই সভাতে ঐক্যবদ্ধ জার্মানির জন্য একটি সংবিধান রচনার কাজ শুরু হয়। জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

উদ্দেশ্যে

এই পার্লামেন্টের মূলত দুটি উদ্দেশ্য ছিল-(১) সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করা। (২) সমগ্র জার্মানির জন্য একটি সংবিধান রচনা করা।

ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের কার্যাবলি

জাতীয় ঐক্য : উদারনৈতিক ভাবধারাকে সামনে রেখে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট জার্মানির ভৌগোলিক ঐক্য সম্পর্কে আলোচনা হয় এবং বৃহত্তর জার্মান রাজ্য গঠন নিয়ে বিতর্কের সূচনা হয়।

রাজপদ: দীর্ঘ একবছর ধরে আলোচনার পর ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের প্রতিনিধিরা প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামকে ঐক্যবদ্ধ জার্মানির রাজা হওয়ার প্রস্তাব দেয় কিন্তু তিনি অস্ট্রিয়ার ভয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট ব্যর্থ হয়ে যায়।

ব্যর্থতার অন্যান্য কারণ

প্রথমত : পার্লামেন্টের সদস্যদের মধ্যে তীব্র মতপার্থক্য ও পারস্পরিক সন্দেহ। 

দ্বিতীয়ত: পার্লামেন্টে মধ্যবিত্তদের প্রাধান্য। কৃষক ও শ্রমিকদের স্থান না দেওয়া। 
তৃতীয়ত: নিজস্ব সিদ্ধান্ত কার্যকর করার জন্য এই পার্লামেন্টের কোনো বৈধ ক্ষমতা না থাকা। 
চতুর্থত: পার্লামেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে অস্ট্রিয়া ও তার অনুগত্ জার্মান রাজ্যগুলির প্রতিবাদ।

পঞ্চমত: জার্মানির রাজ্য সরকারগুলির সঙ্গে প্রস্তাবিত কেন্দ্রীয় সরকারের কী হবে এ সম্পর্কে ফ্রাঙ্কফোর্ট সংবিধান পরিষ্কার ছিল না। সেজন্য জার্মানির বৃহৎ রাজ্যগুলি যথা-ব্যাভেরিয়া, হ্যানোভার, সাক্সনি প্রভৃতির সহযোগিতা পাওয়া যায়নি।

ষষ্ঠত: ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের সিদ্ধান্ত মানতে বাধ্য করবার মতো কোনো ক্ষমতা এই সভার ছিল না। এই সভার অধীনে কোনো সৈন্য বা পুলিশও ছিল না। তাই এই পার্লামেন্টের প্রতি জনসাধারণের আগ্রহ বিনষ্ট হয়। এইসব নানা কারণে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট ব্যর্থ হয়ে যায়।

গুরুত্ব

ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট ব্যর্থ হয়ে গেলেও এর গুরুত্ব অপরিসীম। কেননা ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টই ছিল ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্রগঠনের ক্ষেত্রে প্রথম সর্ববৃহৎ একটি পরিকল্পনা যা জার্মান জাতির মনজগৎকে আন্দোলিত করে ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখাতে শুরু করে।

Leave a Comment