ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট সম্পর্কে টীকা লেখো। |
ভূমিকা
উদ্দেশ্যে
ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের কার্যাবলি
জাতীয় ঐক্য : উদারনৈতিক ভাবধারাকে সামনে রেখে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট জার্মানির ভৌগোলিক ঐক্য সম্পর্কে আলোচনা হয় এবং বৃহত্তর জার্মান রাজ্য গঠন নিয়ে বিতর্কের সূচনা হয়।
রাজপদ: দীর্ঘ একবছর ধরে আলোচনার পর ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের প্রতিনিধিরা প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামকে ঐক্যবদ্ধ জার্মানির রাজা হওয়ার প্রস্তাব দেয় কিন্তু তিনি অস্ট্রিয়ার ভয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট ব্যর্থ হয়ে যায়।
ব্যর্থতার অন্যান্য কারণ
প্রথমত : পার্লামেন্টের সদস্যদের মধ্যে তীব্র মতপার্থক্য ও পারস্পরিক সন্দেহ।
পঞ্চমত: জার্মানির রাজ্য সরকারগুলির সঙ্গে প্রস্তাবিত কেন্দ্রীয় সরকারের কী হবে এ সম্পর্কে ফ্রাঙ্কফোর্ট সংবিধান পরিষ্কার ছিল না। সেজন্য জার্মানির বৃহৎ রাজ্যগুলি যথা-ব্যাভেরিয়া, হ্যানোভার, সাক্সনি প্রভৃতির সহযোগিতা পাওয়া যায়নি।
ষষ্ঠত: ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের সিদ্ধান্ত মানতে বাধ্য করবার মতো কোনো ক্ষমতা এই সভার ছিল না। এই সভার অধীনে কোনো সৈন্য বা পুলিশও ছিল না। তাই এই পার্লামেন্টের প্রতি জনসাধারণের আগ্রহ বিনষ্ট হয়। এইসব নানা কারণে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট ব্যর্থ হয়ে যায়।