শিল্পবিপ্লবের সামাজিক প্রভাব

শিল্পবিপ্লবের সামাজিক প্রভাব – আজকের পর্বে শিল্পবিপ্লবের সামাজিক প্রভাব আলোচনা করা হল।

    শিল্পবিপ্লবের সামাজিক প্রভাব

    শিল্পবিপ্লবের ফলে সামাজিক ক্ষেত্রে কী প্রভাব দেখা যায়
    শিল্পবিপ্লবের ফলে সামাজিক ক্ষেত্রে কী প্রভাব দেখা যায়?

    ভূমিকা

    প্রথমে ইংল্যান্ড এবং তার পরবর্তীকালে ইউরোপের অন্যান্য কয়েকটি দেশে শিল্পবিপ্লব যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলেছিল। অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও শিল্পবিপ্লবের প্রভাব দেখতে পাওয়া গিয়েছিল। সামাজিক ক্ষেত্রে শিল্পবিপ্লবের প্রভাবগুলি হল-

    ① পুঁজিপতি শ্রেণির উত্থান

    শিল্পবিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে সামন্তশ্রেণির স্থানে পুঁজিপতি শ্রেণির উত্থান ঘটেছিল। পুঁজিপতি শ্রেণির লোকেদের হাতে প্রচুর অর্থ ছিল। সেই অর্থ তারা শিল্পে বিনিয়োগ করার ফলে কারখানায় উৎপাদিত দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পায়।

    ② গ্রামীণ জীবনযাত্রার ওপর প্রভাব

    প্রথমে ইংল্যান্ড, তারপর ফ্রান্স, রাশিয়া প্রভৃতি দেশে শিল্পবিপ্লব হয়েছিল। এর ফলে ওইসব দেশের শহরাঞ্চলে বড়ো বড়ো কারখানা গড়ে ওঠে। সেই কারখানায় কাজ পাওয়ার জন্য গ্রামাঞ্চল থেকে প্রচুর কৃষক শহরে চলে আসে। ফলে গ্রামগুলি প্রায় জনশূন্য হয়ে যায়।

    ③ নগর-সভ্যতার বিকাশ

    স্থায়ী কাজ ও নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রামাঞ্চল থেকে প্রচুর মানুষ শহরে চলে আসে। তাদের মধ্যে কৃষকরা ছাড়াও অন্যান্য জীবিকার মানুষরাও ছিলেন। এর ফলে শিল্পনগরগুলিতে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং নগর-সভ্যতার বিকাশ ঘটে।

    ④ শ্রমিক-মালিক শ্রেণির উদ্ভব

    শিল্পবিপ্লবের ফলে নতুন নতুন কারখানা স্থাপিত হয়। সেই কারখানায় মালিকরা অধিক মুনাফালাভের আশায় অতিরিক্ত শিল্পদ্রব্য উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে। ফলে প্রয়োজন দেখা দেয় অধিকসংখ্যক কর্মচারীর। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, কৃষক ও কারিগররা কারখানায় কর্মচারী হিসেবে যোগ দিলে তারা শ্রমিকরূপে সমাজে স্বীকৃতি পায়।

    Leave a Comment