শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব

শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব – আজকের পর্বে শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব আলোচনা করা হল।

    শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব

    শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব সংক্ষেপে লেখো
    শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব সংক্ষেপে লেখো।

    ভূমিকা

    শিল্পবিপ্লবের সূত্রপাত হয়েছিল ইউরোপে। তবে পরবর্তীকালে এর প্রভাব সমগ্র বিশ্বে লক্ষ করা যায়। বিশ্বরাজনীতিতে শিল্পবিপ্লবের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব নীচে আলোচনা করা হল-

    ① সমাজতান্ত্রিক চিন্তাধারার উন্মেষ

    শিল্পবিপ্লবের ফলে একদিকে যেমন কারখানার মালিকরা প্রচুর অর্থের অধিকারী হয়। তেমনই বিপরীত দিকে শ্রমিকরা অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়। সমাজে এই আর্থিক অসাম্য দূর করতে বিশেষত শ্রমিকদের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তাধারার উন্মেষ ঘটে। ফলে শ্রমিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

    ② পুঁজিপতি শ্রেণির উদ্ভব

    শিল্পবিপ্লবের ফলে পুঁজিপতি মালিক শ্রেণির উদ্ভব ঘটে। এই শ্রেণিই ধীরে ধীরে রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে থাকে। তাদের এই প্রতিপত্তি বৃদ্ধির ফলে অভিজাতশ্রেণির ক্ষমতা হ্রাস পায়।

    ③ ঔপনিবেশিকতার প্রসার

    শিল্পবিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন শিল্পোন্নত দেশের কারখানায় অতিরিক্ত পণ্যদ্রব্য উৎপাদিত হতে শুরু করে। অতিরিক্ত সেই দ্রব্যগুলি বিশ্বের বিভিন্ন দেশে বিক্রির জন্য শিল্পোন্নত ইউরোপীয় দেশগুলি উপনিবেশ দখলের লড়াইয়ে অবতীর্ণ হয়। আর এভাবেই শিল্পবিপ্লবের ফলে ঔপনিবেশিকতার প্রসার ঘটে।

    ④ শ্রমিক শ্রেণির দাবি

    শিল্পবিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে শ্রমিকরা ধীরে ধীরে নিজেদের গণতান্ত্রিক অধিকারের দাবি জানাতে থাকে। ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলনের ফলে শ্রমিকদের ভোটাধিকারের দাবি আরও জোরালো হয়।

    Leave a Comment