উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকার কারণ কী

উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকার কারণ কী
উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকার কারণ কী
পৃথিবীর মেরুদণ্ডটি তার উপবৃত্তাকার কক্ষপথের সঙ্গে 661/½° কোণে হেলে অবস্থান করার ফলে সর্বদা পৃথিবীর দুই গোলার্ধে বিপরীত ঋতুপর্যায় লক্ষ করা যায়।
প্রসঙ্গত, 23 ডিসেম্বরের পর সূর্যের উত্তরায়ণের ফলে 21 জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে অবস্থান করায় কর্কটক্রান্তিরেখা লম্বভাবে কিরণ পায়। ফলে, উত্তর গোলার্ধে তাপমাত্রা বেড়ে গিয়ে গ্রীষ্ম ঋতুর সূচনা করে। কিন্তু, এই সময় পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে অবস্থান করে এবং একই সঙ্গে তির্যক সূর্যরশ্মির ফলে দক্ষিণ গোলার্ধের তাপমাত্রা কমে গিয়ে শীত ঋতুর সূচনা করে।

Leave a Comment