নিরক্ষীয় অঞ্চলে বছরের কোনো সময় ঋতু পরিবর্তন হয় না কেন

নিরক্ষীয় অঞ্চলে বছরের কোনো সময় ঋতু পরিবর্তন হয় না কেন
নিরক্ষীয় অঞ্চলে বছরের কোনো সময় ঋতু পরিবর্তন হয় না কেন
০° -5° উত্তর ও দক্ষিণ অক্ষাংশীয় স্থান নিরক্ষীয় অঞ্চল নামে পরিচিত। সূর্য উত্তর গোলার্ধে কিংবা দক্ষিণ গোলার্ধের যেখানেই লম্বভাবে কিরণ দিক না কেন পৃথিবীর ছায়াবৃত্ত সর্বদাই নিরক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে। ফলে, সারাবছরই নিরক্ষরেখার উপর 12 ঘণ্টা দিন ও 12 ঘণ্টা রাত্রি বিরাজ করে।
তাছাড়া, এই অঞ্চলে জলভাগের পরিমাণও বেশি থাকে ফলে লম্ব সূর্যরশ্মির ফলে বাষ্পীভূত জল পরিচলন প্রক্রিয়ায় সোজা উপরে উঠে যায় এবং সারাবছর উয়-আর্দ্র ঋতুর সৃষ্টি করে।

Leave a Comment