নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ ভূপৃষ্ঠস্থ তাপ কমে যায় কেন |
গোলাকার পৃথিবীর মেরুরেখাটি তার কক্ষের সঙ্গে 66½° কোণে হেলে আবর্তন ও পরিক্রমণ করায়–
- নিরক্ষীয় অঞ্চল লম্ব সূর্যরশ্মির কারণে বেশি উত্তপ্ত হয় কিন্তু উভয় মেরু অঞ্চল তির্যক সূর্যরশ্মি পাওয়ার কারণে কম উত্তপ্ত হয়।
- মেরু অঞ্চলে পতিত তির্যক সূর্যরশ্মি দীর্ঘ বায়ুস্তর ভেদ করে আসে।
- তির্যক সূর্যরশ্মি মেরু অঞ্চলে বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে পড়ে বলে তাপ কমে যায়।
- উভয় মেরু অঞ্চলে থাকা বরফের আচ্ছাদন বায়ুর উয়তাকে যথেষ্ট কমিয়ে দেয়।