বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটার কারণ কী |
বিখ্যাত মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল-এর সূত্রানুসারে – “বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়।” অর্থাৎ, সোজাপথে প্রবাহিত না হয়ে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিকবিক্ষেপ ঘটে। এরূপ দিকবিক্ষেপের কারণ হল–
পৃথিবীর আবর্তন গতি:
পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিকবিক্ষেপ ঘটে। এই বল বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোেত প্রভৃতি গতিশীল বস্তুর সঙ্গে সমকোণে কাজ করে এবং দিকবিক্ষেপ ঘটায়।
গতিজাড্য:
পৃথিবীর মেরুর দিক থেকে নিরক্ষরেখার দিকে আবর্তন গতিবেগ ক্রমশ বাড়তে থাকে এবং নিরক্ষরেখায় তা সর্বাধিক হয়। এর ফলে উত্তর গোলার্ধের কোনো অঞ্চল থেকে বায়ু দক্ষিণে নিরক্ষরেখার দিকে প্রবাহিত হলে ওই বায়ুর গতিবেগ নিরক্ষরেখায় বায়ুর স্বাভাবিক গতিবেগের তুলনায় কম হয়। কিন্তু এই বায়ু গতিজাড্যের কারণে আগেকার অঞ্চলের গতিবেগ বজায় রাখতে চেষ্টা করে। এর ফলে বায়ু দ্রাঘিমারেখা বরাবর সোজাসুজি প্রবাহিত না হয়ে ডানদিকে বেঁকে যায়। একই কারণে নিরক্ষরেখা থেকে উত্তর মেরুর দিকে প্রবাহিত বায়ু ও সমুদ্রস্রোত ডানদিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত বায়ু ও সমুদ্রস্রোত বামদিকে বেঁকে যায়।
উদাহরণ: আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে ‘উত্তর-পূর্ব আয়নবায়ু’ এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে ‘দক্ষিণ-পূর্ব আয়নবায়ু’ রূপে প্রবাহিত হয়।