অপসূর ও অনুসূর অবস্থান বলতে কী বোঝো

অপসূর ও অনুসূর অবস্থান বলতে কী বোঝো
অপসূর ও অনুসূর অবস্থান বলতে কী বোঝো
সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্বে হ্রাস-বৃদ্ধি ঘটে, এটি বোঝানো হয় অপসূর ও অনুসূর অবস্থান দিয়ে। যেমন-

অপসূর অবস্থান

পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি, এই দিনটিকে অপসূর (অপ = দূরে; সূর = সূর্য) অবস্থান বলে।

অনুসূর অবস্থান

পরিক্রমণের সময় ও জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসূর (অনু = নিকট; সূর= সূর্য) অবস্থান বলে।

Leave a Comment