শীতকালে আমরা সূর্যকে গ্রীষ্মকালের তুলনায় বড়ো দেখি কেন

শীতকালে আমরা সূর্যকে গ্রীষ্মকালের তুলনায় বড়ো দেখি কেন
শীতকালে আমরা সূর্যকে গ্রীষ্মকালের তুলনায় বড়ো দেখি কেন
পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার এবং এই উপবৃত্তের একটি নাভিতে সূর্য অবস্থান করায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারাবছর সমান থাকে না। আমরা উত্তর গোলার্ধে বাস করি। এখানে নভেম্বর থেকে জানুয়ারি শীতকাল বিরাজ করে। বিশেষত, ও জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গিয়ে 14 কোটি 70 লক্ষ কিলোমিটারে পৌঁছোয়। বছরের অন্যান্য ঋতুতে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার বা তারও বেশি থাকে। সূর্য থেকে পৃথিবীর এই কম দূরত্বের জন্যই শীতকালের সূর্যকে গ্রীষ্মকালের তুলনায় বড়ো দেখায়।

Leave a Comment