অয়নান্ত দিবস বলতে কী বোঝো

অয়নান্ত দিবস বলতে কী বোঝো
অয়নান্ত দিবস বলতে কী বোঝো?
অয়ন বা আয়ন শব্দের অর্থ ‘পথ’। অয়নান্ত দিবস বলতে বোঝায় পথ বা গমনের শেষ দিন। 23 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত সূর্যের উত্তরমুখী আপাত গমনকে উত্তরায়ণ বলে। 21 জুন সূর্য কর্কটক্রান্তিরেখার (23/½° উত্তর অক্ষরেখা) ওপর লম্বভাবে কিরণ দেয় এবং এই উত্তরমুখী আপাত গতির সমাপ্তি ঘটে। তাই 21 জুনকে উত্তর অয়নান্ত দিবস বলে। অপরদিকে 22 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের এই দক্ষিণমুখী আপাত গমনকে দক্ষিণায়ন বলে। 22 ডিসেম্বর সূর্য মকরক্রান্তিরেখার (23/½° দক্ষিণ অক্ষরেখা) ওপর লম্বভাবে কিরণ দেয় এবং এই দক্ষিণমুখী আপাত গতির সমাপ্তি ঘটে। তাই 22 ডিসেম্বরকে দক্ষিণ অয়নান্ত দিবস বলে।

Leave a Comment