পৃথিবীর আবর্তন গতি না থাকলে কী ঘটত

পৃথিবীর আবর্তন গতি না থাকলে কী ঘটত
পৃথিবীর আবর্তন গতি না থাকলে কী ঘটত

পৃথিবীর আবর্তন গতি না থাকলে- 

  • পৃথিবীর কোনো নিরক্ষীয় অঞ্চল স্থানে পর্যায়ক্রমে দিন-রাত্রি সংঘটিত হত না। 
  • নিরক্ষীয় অঞ্চল স্ফীত হত না। কারণ পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ বলের প্রভাবে  স্ফীত ও মেরুপ্রদেশ চাপা হয়েছে। 
  • পৃথিবী আবর্তন করে বলে এর সঙ্গে যুক্ত বায়ুমণ্ডলও আবর্তন করে। আবর্তনের ফলে যে বল সৃষ্টি হয়, তার প্রভাবে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। পৃথিবী আবর্তন না করলে বায়ুপ্রবাহ হত না। 
  • কোনো জিনিস উপর থেকে নীচে ফেললে তা একটু পূর্বদিকে সরে পড়ত না। তার বদলে সোজা নীচে পড়ত। 
  • পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীজগতের অস্তিত্ব থাকত না।

Leave a Comment