21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীতে দিন-রাত্রির দৈর্ঘ্য সমান হয় কেন আলোচনা করো

21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীতে দিন-রাত্রির দৈর্ঘ্য সমান হয় কেন আলোচনা করো
21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীতে দিন-রাত্রির দৈর্ঘ্য সমান হয় কেন আলোচনা করো
সূর্যকে পরিক্রমণকালে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর দিন দুটিতে পৃথিবী তার কক্ষপথের এমন এক স্থানে আসে যখন – 
  • মধ্যাহ্নে সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। 
  • উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকে। 
  • উত্তর ও দক্ষিণ মেরু একই সঙ্গে সূর্যালোক পায়। 
  • ছায়াবৃত্ত প্রতিটি সমাক্ষরেখাকে সমান দুই ভাগে ভাগ করে। এই দুটি দিন দুই মেরু থেকে সূর্যকে 24 ঘণ্টা দিগন্তরেখা বরাবর দেখা যায়। এই দুই দিন পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি 12 ঘণ্টা করে হয়। দিন-রাত্রির দৈর্ঘ্য সমান হওয়ায় দিনেরবেলা আগত তাপের পুরোটা রাতে বিকীর্ণ হয়ে যায়। ফলে, আবহাওয়ায় শীত-গ্রীষ্মের ভাব সমান থাকে। 21 মার্চ ও 23 সেপ্টেম্বরের 45 দিন আগে থেকে পরবর্তী 45 দিন পর্যন্ত তিন মাস কাল পৃথিবীর ওপর মাঝারি রকমের উত্তাপ থাকে। 21 মার্চের সময় উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল এবং 23 সেপ্টেম্বরের সময় উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল হয়।

Leave a Comment