ফ্রান্সে শিল্পবিপ্লব ধীরগতিতে ঘটেছিল কেন

ফ্রান্সে শিল্পবিপ্লব ধীরগতিতে ঘটেছিল কেন
ফ্রান্সে শিল্পবিপ্লব ধীরগতিতে ঘটেছিল কেন?

ভূমিকা

ফ্রান্সে শিল্পবিপ্লব ইংল্যান্ডের মতো দ্রুতগতিতে ঘটেনি। পাশাপাশি ইংল্যান্ডে শিল্পায়নের কিছুদিন পরে ফ্রান্সে শিল্পবিপ্লব ঘটেছিল। ফ্রান্সে শিল্পবিপ্লব ধীরে ঘটার পিছনে কয়েকটি কারণ হল-

রাজনৈতিক অস্থিরতা

ফ্রান্সে ধীরগতিতে শিল্পবিপ্লব ঘটার অন্যতম কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা। আর এই অস্থিরতার পিছনে ফ্রান্সের বিপ্লবকালীন রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করা যায়। এর ফলে শিল্প উৎপাদনের উপযুক্ত পরিবেশ, সময় এবং সুযোগ আসতে ফ্রান্সে দেরি হয়।

রাজশক্তির পৃষ্ঠপোষকতার অভাব

ইংল্যান্ডের শিল্পপতিরা সেই দেশে শিল্পের উন্নতি ঘটাতে রাজশক্তির পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। কিন্তু সেটা ফ্রান্সে দেখা যায়নি। এটাও সেই দেশের শিল্পবিপ্লব ধীরগতিতে ঘটার ক্ষেত্রে অন্যতম কারণ ছিল।

শিল্প সহায়ক পরিস্থিতির অভাব

ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটার ক্ষেত্রে শ্রমিক বা কাঁচামালের জোগানে কোনো সমস্যা ছিল না। অভাব ছিল না উৎপাদিত পণ্যের বাজার এবং পরিবহণ ব্যবস্থারও। কিন্তু এই সব ক-টি ক্ষেত্রেই ফ্রান্স অনেক পিছিয়ে ছিল। ফলে সেখানে শিল্পায়নের ক্ষেত্রে দ্রুতগামিতা দেখতে পাওয়া যায়নি।

উন্নত পরিসেবার অভাব

ইংল্যান্ডের মতো ফ্রান্সে প্রচুর মূলধন, যন্ত্রপাতি এবং কয়লার প্রাচুর্য ছিল না। ফলে এই সমস্যাগুলি সেই দেশের শিল্পবিপ্লবকে বিলম্বিত করে দেয়।

Leave a Comment