অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপ বলয়গুলি চিহ্নিত করে তা আলোচনা করো

অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপ বলয়গুলি চিহ্নিত করে তা আলোচনা করো
অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপ বলয়গুলি চিহ্নিত করে তা আলোচনা করো
পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হল সূর্য। বিভিন্ন অক্ষাংশে সূর্যরশ্মির তাপের তারতম্য ঘটে বলে পৃথিবীতে নিম্নলিখিত তিনটি স্থায়ী তাপবলয় গড়ে উঠেছে—

(১) উষ্ণমণ্ডল (Torrid Zone):

অবস্থান: নিরক্ষরেখা (0°) থেকে 23/½° উত্তর এবং 23/½° দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত।
বৈশিষ্ট্য: (i) সূর্যরশ্মির পতন নিরক্ষীয় অঞ্চলে সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। (ii) দিন-রাত্রির দৈর্ঘ্য নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই 12 ঘণ্টা দিন ও 12 ঘণ্টা রাত্রি বিরাজ করে। (iii) গড় তাপমাত্রা – উয়মণ্ডলের বার্ষিক গড় তাপমাত্রা 27°C। (iv) ঋতু – এখানে ঋতুবৈচিত্র্য দেখা যায় না, কারণ সারাবছর একটিই ঋতু (গ্রীষ্ম) বিরাজ করে।

(২) নাতিশীতোষ্ণমণ্ডল (Temperate Zone) :

অবস্থান: পৃথিবীর উভয় গোলার্ধের 23/½° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু করে 66½° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণমণ্ডল অবস্থিত।
বৈশিষ্ট্য: (i) সূর্যরশ্মির পতন সূর্যরশ্মি মাঝারি তির্যকভাবে (10° নাতিশীতোষ্ণমণ্ডলে 20° কোণে) পড়ে। (ii) প্রকৃতি – নাতিশীতোষ্ণমণ্ডলের ক্রান্তীয় অঞ্চল থেকে 45° অক্ষাংশ পর্যন্ত অঞ্চল কিছুটা উষ্ণ প্রকৃতির হলেও, 45° থেকে 66½° অক্ষাংশীয় অঞ্চল শীতল প্রকৃতির হয়ে থাকে। (iii) গড় তাপমাত্রা – নাতিশীতোষ্ণমণ্ডলের গড় তাপমাত্রা থাকে 27° -0° সেন্টিগ্রেডের মধ্যে। (iv) শ্রেণিবিভাগ – নাতিশীতোষ্ণমণ্ডল দুই প্রকার – (a) উয় নাতিশীতোষ্ণ মণ্ডল (23/½° উ:/দ: 45° উ:/দ:) এবং (b) শীতল নাতিশীতোষ্ণমণ্ডল (45° উ:/দ: – 66½° উ:/দ:)। •

(৩) হিমমণ্ডল (Frigid Zone):

অবস্থান: পৃথিবীর উভয় গোলার্ধের 66½° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত।
বৈশিষ্ট্য: (i) সূর্যরশ্মির পতন – হিমমণ্ডলে সারাবছর সূর্য অতি তির্যকভাবে কিরণ দেয়। (ii) দিন-রাত্রির দৈর্ঘ্য – এখানের কোনো কোনো স্থানে সারা বছর 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে। (iii) গড় তাপমাত্রা – হিমমণ্ডলের গড় তাপমাত্রা 0°C-এরও নীচে থাকে।

Leave a Comment