দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি লেখো
দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলি লেখো |
দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য
বিস্তার: দ্রাঘিমারেখাগুলি পৃথিবীকে উত্তর-দক্ষিণে বেষ্টন করে আছে।
আকৃতি ও দৈর্ঘ্য: প্রত্যেকটি দ্রাঘিমারেখা অর্ধবৃত্ত এবং দৈর্ঘ্য সমান। দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। দুই মেরুবিন্দুতে এগুলি মিলিত হয়েছে।
মান: দ্রাঘিমারেখাগুলির মান মূলমধ্যরেখার পূর্ব ও পশ্চিমে ক্রমশ বৃদ্ধি পায়। দ্রাঘিমারেখার সর্বনিম্ন মান ০°। দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান 180°।
কৌণিক যোগফল : প্রতিটি দ্রাঘিমার কৌণিক যোগফল 180°।
প্রকৃতি : দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। দুই মেরুবিন্দুতে এগুলি মিলিত হয়েছে। অক্ষরেখার সঙ্গে সম্পর্ক: দ্রাঘিমারেখাগুলি অক্ষরেখাগুলিকে সর্বদা লম্বভাবে (90° কোণে) ছেদ করে।
স্থানীয় সময়ের সঙ্গে সম্পর্ক: একই দ্রাঘিমারেখায় অবস্থিত প্রতিটি স্থানে একই স্থানীয় সময় হয়। প্রধান রেখা: প্রধান দ্রাঘিমারেখা হল মূলমধ্যরেখা। এর মান ০°।
জলবায়ুর সঙ্গে সম্পর্ক: একই দ্রাঘিমারেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুর পার্থক্য লক্ষ করা যায়।