পৃথিবীর কোন দেশের ক্যালেন্ডারে 2011 সালের 30 ডিসেম্বর তারিখটি নেই এবং কেন |
প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপ দেশ সামোয়ার ক্যালেন্ডারে 30 ডিসেম্বর তারিখটি নেই। কারণ সামোয়া আন্তর্জাতিক তারিখরেখার ওপারে পশ্চিম গোলার্ধের দেশ ছিল। কিন্তু এই দেশের ব্যাবসা-বাণিজ্য চলত পূর্ব গোলার্ধের দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে। এই কারণে সামোয়া দেশটিতে সপ্তাহে ও দিন কাজের সময় কমে যাচ্ছিল। এই অসুবিধা দূর করার জন্য সামোয়া সরকার আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকিয়ে দিয়ে পূর্বগোলার্ধে চলে আসে। এজন্য সামোয়া সরকারকে 1 দিন কমিয়ে দিতে হয়। তাই তারা 2011 সালের 30 ডিসেম্বর তারিখটিকে ক্যালেন্ডার থেকে বাদ দিয়ে দেয়। সামোয়া দেশে 2011 সালে 29 ডিসেম্বর বৃহস্পতিবারের পরে শুরু হয় 31 ডিসেম্বর শনিবার।