প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে 180° দ্রাঘিমারেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখাকে কল্পনা করা হয়েছে, কিন্তু কোথাও কোথাও এই রেখা বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন |
আন্তর্জাতিক তারিখরেখা সর্বত্র 180° দ্রাঘিমারেখাকে অনুসরণ করেনি। মাঝে মাঝে এই রেখাটিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যেমন-
- উত্তর সাগরে ক্লোভ ও ভ্রাঙ্গেলিয়া দ্বীপের কাছে 11° পূর্বে বাঁকিয়ে বেরিং সাগরের ওপর দিয়ে টানা হয়েছে।
- অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য প্রায় 7° পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে।
- ফিজি, টোঙ্গা, চ্যাথাম প্রভৃতি দ্বীপপুঞ্জের নিকট 11° পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে।
কারণ : এই সকল দ্বীপ ও দ্বীপপুঞ্জের অধিবাসীদের মধ্যে তারিখ বা বার নিয়ে যাতে কোনো বিভ্রান্তি দেখা না যায়, তার জন্য আন্তর্জাতিক তারিখরেখাকে এমনভাবে বাঁকানো হয়েছে। উদাহরণস্বরূপ আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে কোনো পূর্ব গোলার্ধের দেশে গেলে রবিবার হত এবং আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সেখানে শনিবার হত।