পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থিত হয় কেন

পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থিত হয় কেন
পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থিত হয় কেন
আমরা জানি, ভূপৃষ্ঠের কোনও স্থান বা বিন্দু থেকে কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে সোজা বিপরীত গোলার্ধের যে প্রান্তে মিলিত হয়, তাকে প্রথম স্থান বা প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান বলা হয়। কল্পিত প্রতিপাদ স্থানের 180° ব্যাসটি যেহেতু ভূকেন্দ্রকে ভেদ করে পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তে পৌঁছায়, তাই প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থিত হয়।
উদাহরণ: কলকাতা উত্তর গোলার্ধে 22°34′ উত্তর অক্ষরেখায় অবস্থিত। তাই স্বাভাবিকভাবেই কলকাতার প্রতিপাদ স্থান দক্ষিণ গোলার্ধে 22°34′ দক্ষিণ অক্ষরেখায় অবস্থিত হবে। আবার, কলকাতা পূর্ব গোলার্ধে 88°30′ পূর্ব দ্রাঘিমারেখায় অবস্থিত। তাই স্বাভাবিকভাবেই কলকাতার প্রতিপাদ স্থান পশ্চিম গোলার্ধে অবস্থিত হবে। তবে এক্ষেত্রে প্রতিপাদ স্থান 88°30′ পশ্চিম দ্রাঘিমারেখায় অবস্থিত হবে না। প্রতিপাদ স্থানের অবস্থান হবে (180° – 88°30′) = 91°30′ পশ্চিম দ্রাঘিমারেখা। কারণ কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় 180°।

Leave a Comment