শিল্পবিপ্লবের দুটি সুফল এবং দুটি কুফল লেখো

শিল্পবিপ্লবের দুটি সুফল এবং দুটি কুফল লেখো
শিল্পবিপ্লবের দুটি সুফল এবং দুটি কুফল লেখো।

ভূমিকা

শিল্পবিপ্লবের ফলে ইউরোপের আর্থসামাজিক তথা রাজনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। শিল্পবিপ্লবের ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকেরও অভাব ছিল না।

শিল্পবিপ্লবের সুফল

① নগরকেন্দ্রিক সভ্যতার উন্মেষ: শিল্পবিপ্লবের ফলে গ্রাম ছেড়ে প্রচুর মানুষ শহরে আসতে শুরু করে। ফলে শিল্প ও কারখানাকে ভিত্তি করে ধীরে ধীরে নগরকেন্দ্রিক সভ্যতার উন্মেষ ঘটে। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার, লিভারপুল ইত্যাদি শহরকে কেন্দ্র করে সভ্যতা বিকশিত হয়।

② শিল্পভিত্তিক অর্থনীতির সূচনা: শিল্পবিপ্লবের পূর্বের অর্থনীতি ছিল মূলত কৃষিনির্ভর। কিন্তু শিল্পবিপ্লবের ফলে সেই অর্থনীতির পরিবর্তন দেখা দেয়। সূচনা ঘটে শিল্পভিত্তিক অর্থনীতির। এভাবে মানুষের জীবনযাত্রার মানেরও পরিবর্তন ঘটে।

শিল্পবিপ্লবের কুফল

① ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার সূচনা: শিল্পবিপ্লবের ফলে শহরের কারখানায় অতিরিক্ত শিল্পজাত দ্রব্য উৎপাদন শুরু হয়। এর সঙ্গে সঙ্গে প্রয়োজন হয় কাঁচামালের। ওই কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য ইংল্যান্ডের পাশাপাশি অন্যান্য ইউরোপীয় দেশগুলি নতুন উপনিবেশের সন্ধান করে। ফলে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়।

② শোষক শ্রেণির উদ্ভব: শিল্পবিপ্লবের ফলে কারখানার মালিকরা বিভিন্নভাবে শ্রমিকদের শোষণ করা শুরু করে। ফলে শ্রমিক বা মজুররা শোষিত শ্রেণি হিসেবে পরিচিতি পায়।

Leave a Comment