দ্রাঘিমারেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো

দ্রাঘিমারেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো
দ্রাঘিমারেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো

দ্রাঘিমারেখার গুরুত্বগুলি হল :

• গোলার্ধ নির্ণয়: মূলমধ্যরেখা ও 180° দ্রাঘিমারেখা মিলিত হয়ে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে।
• প্রমাণ সময় গণনা: মূলমধ্যরেখার স্থানীয় সময়কে সমস্ত পৃথিবীর প্রমাণ সময় ধরে বিভিন্ন দেশের প্রমাণ সময় গণনা করা হয়।
• স্থানীয় সময় নির্ধারণ: প্রতিটি দ্রাঘিমারেখার ওপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের ভিত্তিতে স্থানীয় সময় নির্ধারণ করা হয়।
• তারিখ বিভাজন: 180° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখা টানা হয়েছে যা পৃথিবীতে তারিখ বিভাজনের কাজ করে।
• অবস্থান নির্ণয় : কোনো স্থান পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্ধে অবস্থিত তা দ্রাঘিমারেখার সাহায্যে নির্ণয় করা হয়।
• সীমানা নির্ধারণ: পৃথিবীর বেশ কিছু দেশ বা রাজ্যের মধ্যে সীমানা নির্ধারণে দ্রাঘিমারেখা ব্যবহার করা হয়েছে। যেমন ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে 141° পূর্ব দ্রাঘিমারেখা এবং আলাস্কা ও কানাডার মধ্যে 114° পশ্চিম দ্রাঘিমারেখা সীমানরূপে অবস্থিত।

Leave a Comment