কোনো জায়গার অক্ষাংশ কীভাবে নির্ণয় করবে উদাহরণসহ বুঝিয়ে দাও

কোনো জায়গার অক্ষাংশ কীভাবে নির্ণয় করবে উদাহরণসহ বুঝিয়ে দাও
কোনো জায়গার অক্ষাংশ কীভাবে নির্ণয় করবে উদাহরণসহ বুঝিয়ে দাও
পৃথিবীর কোনো স্থানের অক্ষাংশ কত তা বের করতে হলে সেই স্থান (ছবিতে P বিন্দু) থেকে পৃথিবীর কেন্দ্র (০ বিন্দু) পর্যন্ত একটি ব্যাসার্ধ টানতে হবে। আবার, স্থানটি যে দ্রাঘিমারেখায় রয়েছে, সেই দ্রাঘিমারেখা ও নিরক্ষরেখার ছেদবিন্দু (Q) থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আর-একটি ব্যাসার্ধ (QO) টানতে হবে। এই PO ও QO ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে (ZPOQ), সেই কোণই হবে নিরক্ষীয়তল থেকে ওই স্থানের কৌণিক দূরত্ব বা অক্ষাংশ। ছবিতে এই কৌণিক দূরত্ব হল 50°। যেহেতু, P স্থানটি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত তাই P স্থানের অক্ষাংশ হল 50° উত্তর। এই পদ্ধতিতে ভূপৃষ্ঠের ওপর যে-কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়।

Leave a Comment