নিরক্ষরেখার গুরুত্ব লেখো

নিরক্ষরেখার গুরুত্ব লেখো
নিরক্ষরেখার গুরুত্ব লেখো

নিরক্ষরেখার গুরুত্ব : 

গোলার্ধ নির্ণয় : 

নিরক্ষরেখারসাহায্যে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করা যায়, যথা- উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এর ফলে কোন্ স্থান কোন্ গোলার্ধে অবস্থিত এবং কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা সহজেই বোক্ষ্ম ঝা যায়। 

অক্ষাংশ নির্ণয় : 

নিরক্ষরেখার সাহায্যে যে-কোনো জায়গার অক্ষাংশ নির্ণয় করা সম্ভব। 

উষ্ণমণ্ডলের সৃষ্টি : 

নিরক্ষরেখায় সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয় বলে এখানে উন্নমণ্ডলের সৃষ্টি হয়েছে। 

দিন-রাত্রির স্থায়িত্বকাল: 

অভিগত গোলকাকার পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা পরিবেষ্টিত রয়েছে বলে পৃথিবীর যে-কোনো অবস্থানে ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে। তাই এখানে সারাবছর 12 ঘণ্টা দিন ও 12 ঘণ্টা রাত্রি বিরাজ করে।

Leave a Comment