অক্ষরেখা বা সমাক্ষরেখার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো |
অক্ষরেখার প্রয়োজনীয়তা বা গুরুত্ব:
• গোলার্ধ নির্ণয় : নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ এই দুটি গোলার্ধে ভাগ করা হয়েছে।
• অবস্থান নির্ণয় : ভূ-পৃষ্ঠের কোনো স্থান নিরক্ষরেখার কত উত্তরে বা কতটা দক্ষিণে অর্থাৎ, কতটা কৌণিক দূরত্বে অবস্থান করে তা জানা যায়। আবার, কোনো স্থানের অক্ষাংশ অক্ষরেখার সাহায্যে জানা যায়।
• স্থানীয় সময় : অক্ষাংশ অনুসারে সূর্যের পতনকোণের তারতম্যের কারণে স্থানীয় সময়ের পরিবর্তন ঘটে।
• তাপমণ্ডল নির্ণয় : অক্ষাংশের মান যত বৃদ্ধি পায়, সূর্যরশ্মির পতনকোণের তারতম্য তত বৃদ্ধি পায় এবং নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা দক্ষিণে যাওয়া যায়, সূর্যরশ্মি তত তির্যকভাবে পড়ে। ফলে, পৃথিবীতে তিনটি তাপমণ্ডলের সৃষ্টি হয়েছে; যথা- (a) উষ্মমণ্ডল (0°-23½° উত্তর ও দক্ষিণ), (b) নাতিশীতোষ্ণ মণ্ডল (23/½°-66½° উত্তর ও দক্ষিণ), (c) হিমমণ্ডল (66/½°-90° উত্তর ও দক্ষিণ)।
• জলবায়ু নির্ধারণ: অক্ষাংশ ভেদে বিভিন্ন তাপমণ্ডলে বিভিন্ন প্রকার জলবায়ু লক্ষ করা যায়।
• সীমানা নির্ধারণ: পৃথিবীর বেশ কয়েকটি দেশের মধ্যে সীমানা রূপে অক্ষরেখাকে কল্পনা করা হয়েছে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে 48° উত্তর অক্ষরেখা, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে 38° উত্তর অক্ষরেখা সীমানারূপে নির্ধারিত হয়েছে।